এক্সক্লুসিভ

স্মার্ট ফোনে মজে থাকা পথচারীকে সতর্ক করতে...

মানবজমিন ডেস্ক

২৪ মার্চ ২০১৯, রবিবার, ৮:২৯ পূর্বাহ্ন

মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ এখন স্মার্ট মোবাইল ফোন। শত ব্যস্ততার মধ্যেও স্মার্ট ফোনটাকে ছেড়ে থাকা যায় না। এমনকি রাস্তায় হাঁটার সময় কিংবা রাস্তা পার হওয়ার সময়েও স্মার্ট ফোনের স্ক্রিনেই চোখ আটকে থাকে আমাদের। ফলে প্রতিনিয়তই বিশ্বজুড়ে ঘটছে নানা দুর্ঘটনা। নিজের পাশাপাশি অন্যকেও ঝুঁকির মধ্যে ফেলছে। কিন্তু তাতে কি আর কমছে এই প্রবণতা! তাই এর সমাধানে নজিরবিহীন এক পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া।

দেশটির ইলসান শহরের কর্তৃপক্ষ এ রকম পথচারীদের সবসময় সাবধান রাখতে কাজ শুরু করেছে। তারা ইতিমধ্যে দেশটির সড়কগুলোতে লাল নীল বাতি সংযুক্ত করেছে। সঙ্গে রয়েছে লেজার লাইট। এর ফলে পথচারীরা মোবাইলের দিকে তাকিয়েই সড়কে চলতে পারবেন। পাশাপাশি সাবধানও থাকতে পারবেন। এ বিষয়ে আল-জাজিরাকে ওই শহরের এক বাসিন্দা বলেন, সাধারণত আমি মোবাইলের দিকে তাকিয়ে থেকেই রাস্তায় চলাফেরা করি। এর ফলে প্রায়ই আমি অন্যের সঙ্গে ধাক্কা খাই। আবার বড় দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। তাই আমি মনে করি নতুন এই পদক্ষেপ অনেক বেশি কার্যকরী হবে।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে তারা একটি এপলিকেশনও তৈরি করেছে। যেটি অন করা থাকলেই আর চিন্তা নেই। যদি কেউ স্মার্টফোনের দিকে তাকিয়ে ভুল দিকে চলে যায় তাহলে তাৎক্ষণিক একটি সতর্ক বার্তা চলে আসবে স্ক্রিনে। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচা সহজ হবে। আবার জেব্রা ক্রসিং-এ লেজার থাকায় গাড়িচালকরাও সহজে সতর্ক হতে পারবে। ১০০০ গাড়ির মধ্যে একটি পরীক্ষা চালিয়ে জানা গেছে যে ৮০ ভাগ চালকই এই নতুন পদ্ধতিটিকে মেনে চলছে। এ বিষয়ে একজনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, নতুন এই পদক্ষেপটি আমার ভালো লাগছে। সত্যি বলতে আমি নিজেকে আগের থেকে নিরাপদ ভাবতে পারছি। চাইলেই আর অসাবধান হতে পারবো না। এ যন্ত্রে রাডার সিস্টেম ও থার্মাল ক্যামেরা যুক্ত রয়েছে। একেকটি জেব্রা ক্রসিং-এর জন্য খরচ হবে প্রায় ১৩০০০ ডলার। তাই যতদিন এটি আমাদের দেশে না আসছে, সাবধানে রাস্তায় চলাফেরা করুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status