বাংলারজমিন

সিলেটে ভাতালিয়ায় নির্মিত আরসিসি রাস্তার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৪ মার্চ ২০১৯, রবিবার, ৮:২৩ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের চেয়ে সিলেট সিটি করপোরেশনে অনেক বেশি উন্নয়ন কাজ হয়েছে। সরকারের অর্থায়নে ও আমার প্রচেষ্টায় এবং নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা থাকায় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। তিনি বলেন নগরীর অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। মেয়র আরিফ গতকাল দুপুরে নগরীর ভাতালিয়া ডাবতলা এলাকায় আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, সিসিকের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ, বিশিষ্ট মুরব্বি সালাহ উদ্দীন বকস সালাই, আনোয়ার হোসেন আনাই, আলমগীর হোসেন, ফারুক আহমদ, বাদশাহ মিয়া, নাজিম উদ্দিন, দানাই মিয়া, সোহেল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহজান আজিজ, হেলাল আহমদ, জাকারিয়া, লিমন, গোলাম কবির, মাহবুব এলাহী, শাকির আহমদ, রকিব, রবিন, ইমরান, নাইম, জাহিদ, ইমন, জাকারিয়া, পলাশ, জাবেদ, সাজেন, সুহেল আহমদ, তোয়েল আহমদ, তোতা প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ভাতালিয়া জামে মসজিদের ইমাম। এর আগে মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক গাবিয়ার খাল, বসু খাল, আবুল খালসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status