বিনোদন

তিশাকে ঘিরেই

স্টাফ রিপোর্টার

২৪ মার্চ ২০১৯, রবিবার, ৭:৫৭ পূর্বাহ্ন

নুসরাত ইমরোজ তিশা। একজন সুঅভিনেত্রী। ছোট ও বড় পর্দায় বেশকিছু উল্লেখযোগ্য কাজ তিনি দর্শকদের উপহার দিয়েছেন। ফেব্রুয়ারিতে তার অভিনীত এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিতে একজন মফস্বলের মেয়ের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান তিনি। এ ছবির পর বর্তমানে তিশা অরুণ চৌধুরীর পরিচালনায় ‘মায়াবতী’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন। এ ছবির সকল কাজ এরইমধ্যে শেষ হয়েছে। তিশা জানান, ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে যায়। তারপর বিক্রি হয়ে যায় দৌলতদিয়ার যৌনপল্লীতে। তাকে ঘিরে ঘটতে থাকে নানা ধরনের ঘটনা। বলতে গেলে মায়াকে ঘিরেই পুরো ছবির গল্প। মানিকগঞ্জ, রাজবাড়ী, কালিয়াকৈর ও পুরান ঢাকায় ছবিটির শুটিং হয়েছে। এরইমধ্যে ছবির ডাবিংও শেষ করেছি। কাজটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এ ছবিতে তিশার বিপরীতে ইয়াশ রোহান অভিনয় করেছেন। এর আগে অরুণ চৌধুরী ‘আলতাবানু’ ছবিটি নির্মাণ করেন। সে ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ প্রশংসা পায়। জানা যায়, গত বছরের ১৫ই ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ‘মায়াবতী’ ছবির টানা শুটিং হয়। এ ছবিতে তিশা, ইয়াশ রোহান ছাড়াও ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু প্রমুখ অভিনয় করেছেন। আগামী ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা। এ ছবির বাইরে তিশা অভিনীত ‘শনিবার বিকেল’, ‘হলুদবনি’ ছবি দুটি সামনে মুক্তি পাবে। উল্লেখ্য, নুসরাত ইমরোজ তিশা অভিনীত এ পর্যন্ত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘রানা পাগলা- মেন্টাল’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ ছবিগুলো মুক্তি পায়। এরমধ্যে অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status