ভারত

তৃণমূল কংগ্রেসের নতুন লোগোতে শুধুই তৃণমূল

কলকাতা প্রতিনিধি

২৩ মার্চ ২০১৯, শনিবার, ১২:৪৪ অপরাহ্ন

প্রথমটায় খটকা লেগেছিল সকলের। তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে একটি নতুন লোগো জায়গা পেয়েছে। তাতে ঘাসফুল জ্বলজ্বল  করলেও নাম থেকেই উধাও কংগ্রেস শব্দটি। দলের জন্মের একুশ বছরের মাথায় লোগোতে এই পরিবর্তন নিয়ে চলছে জোর আলোচনা। তাহলে কি তৃণমূল কংগ্রেস এখন থেকে শুধুই তৃণমূল? দলের পক্ষ থেকে এখনও বিষয়টি পরিষ্কার করা হয় নি। তবে নতুন লোগোতে আগের মতো তেরঙ্গার কোনও উপস্থিতি নেই। বরং দিদির প্রিয় রঙ নীল উজ্জ্বলভাবে উপস্থিত। জোড়াফুল প্রতীককে ঘিরে নীল-সাদা আভায় উজ্জ্বল গোলাকার অংশটি। রয়েছে নজরকাড়া সবুজ রঙের উপস্থিতি। মোটা হরফে একটাই শব্দ তৃণমূল। তার নীচে লেখা হয়েছে ‘আমার, আপনার, বাংলার’। ১৯৯৮ সালে দলের আত্মপ্রকাশের সময়ে লোগো তৈরি করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।  ২১ বছর পরে এই নতুন লোগোর নেপথ্যেও তিনিই। লোগো বদলের তাৎপর্য নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে চলছে নানা যুক্তি। অনেকের মতে, কংগ্রেসের উত্তরাধিকার বয়ে বেড়ানোর আরজ আর প্রয়োজন নেই ভেবেই কংগ্রেস শব্দটি বাদ দেওয়া হয়েছে। তবে জাতীয়তাবাদের যে ধারণা থেকে তেরঙ্গা ব্যবহার করা হয় সেটিকে বাদ দেওয়া হয়েছে কেন, এই প্রশ্ন অনেকের মনে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status