প্রথম পাতা

অল্পের জন্য রক্ষা পেলেন মেনন, লাইসেন্স ছিল না চালকের

স্টাফ রিপোর্টার

২৩ মার্চ ২০১৯, শনিবার, ১০:১৩ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন । গতকাল সকালে রাজধানীর মহাখালী পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। বলাকা বাস সার্ভিসের একটি বাস রাশেদ খান মেননকে বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাশেদ খান মেনন শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। মহাখালী পুলিশ বক্সের সামনে পৌঁছালে ঘটনাটি ঘটে। এ সময় বলাকা পরিবহনের একটি বাস হঠাৎ করে স্টার্ট দিয়ে রাশেদ খান মেননের গাড়িকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজনের সহযোগিতায় বাসটি আটক করে ট্রাফিক পুলিশ। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ ও চালক-হেলপারকে আটক করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, এ ঘটনায় রাশেদ খান মেননের গাড়ির চালক মোহাম্মদ সুজন বাদী হয়ে মামলা করেছেন। বলাকা পরিবহনের চালক ও হেলপারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, বাসটির চালকের কোনো লাইসেন্স নেই। এমনকি গাড়িরও কোনো কাগজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত গাড়ির কাগজ জব্দ করেছে বলে চালক জানিয়েছে। তবে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও দীর্ঘদিন থেকেই গাড়ি চালাচ্ছেন এই চালক। সায়দাবাদ থেকে মতিঝিল, কমলাপুর, মালিবাগ, মগবাজার, নাবিস্কো, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা হয়ে বলাকা পরিবহনের বাসটি গাজীপুর পর্যন্ত চলাচল করে। গ্রেপ্তারকৃত বাস চালক আমান উল্লাহর বাড়ি নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ রামতাপাড়ে। তার সহযোগী দুলাল মিয়ার বাড়ি পিরোজপুর সদরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status