প্রথম পাতা

বিমানবন্দরে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার

২৩ মার্চ ২০১৯, শনিবার, ১০:০৬ পূর্বাহ্ন

পূর্ব-ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন সাতক্ষীরা আওয়ামী লীগ নেতা এসএম মুজিবুর রহমান। গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে যশোরগামী একটি বিমানে উড্ডয়নের আগে তাকে আটক করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ৩৫ রাউন্ড গুলি ও অস্ত্র নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় ঘোষণা ছাড়াই বিমানে উড্ডয়ন করতে যাওয়ার আগ মুহূর্তে ওই ব্যক্তিকে আটক করে অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স (অ্যাভসেক)। আটক ব্যক্তি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। অ্যাভসেক সূত্রে জানা যায়, নভোএয়ারের ভিকিউ ৯৪৭ ফ্লাইটে মুজিবুর রহমানের ঢাকা থেকে যশোরে যাওয়ার কথা ছিল। প্রথম স্ক্যানিং গেটে তার ব্যাগে অস্ত্রের অস্তিত্ব পায় স্ক্যানিং অপারেটর। এ সময় প্রশ্ন করা হলে, তার কাছে অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেন মুজিবুর রহমান।

অ্যাভসেকের পরিচালক (অপারেশন) নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে জানান, আটক হওয়া মুজিবুর রহমানের কাছে একটি এনপিপি পিস্তল ছিল। পয়েন্ট ৩২ বোরের অস্ত্রটির নম্বর এফএপি ৮৭৬৪৮। আর ৩৫ রাউন্ড গুলি ছিল। পিস্তলটি ব্রাজিলের তৈরি। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় ৯ লাখ টাকা। মুজিবুর রহমান আগেও একাধিকবার অস্ত্র নিয়ে বিমানে চড়েছেন বলে জানিয়েছে অ্যাভসেক। কিন্তু কখনোই তাকে বিমানে ফ্লাই করার আগে অস্ত্রের ঘোষণা দিতে হয়নি। মুজিবুর রহমান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জন, ১৯৯৯ সালে বাহিনী থেকে অবসর নেন।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এদিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে মুজিবুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন। এর আগে গত ১১ই মার্চ বিমানে ওঠার আগে ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেনকে আটক করা হয়েছিল। ‘পিস্তল’ নিয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status