দেশ বিদেশ

ডিআরইউ’র সাবেক সভাপতি এম আনোয়ারুল হক আর নেই

স্টাফ রিপোর্টার

২৩ মার্চ ২০১৯, শনিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি এম আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল ভোর সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বেশ কিছু দিন যাবৎ মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকতার জীবনে তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট, সিটি এডিটর ও চীফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি মর্নিং সান, দ্য পিপলসহ বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেন। কর্মজীবনে পরবর্তীতে তিনি বাংলাদেশের দিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেন।
গতকাল বিকালে ধানমন্ডিতে মরহুমের প্রথম এবং পরে ডিআরইউতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ডিআরইউ’র বর্তমান নেতৃবৃন্দ ও সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাসুম, রাজু আহমেদ, মুরসালিন নোমানীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও মরহুমের সহকর্মীসহ নিউ এইজ-এর সম্পাদক নূরুল কবীর এবং বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আনোয়ারুল হকের প্রতি সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের নেতৃত্বে ডিআরইউ, দীপু সারোয়ারের নেতৃত্বে ক্র্যাব এবং নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ডিক্যাব শেষ শ্রদ্ধা নিবেদন করেন। নামাজে জানাজা শেষে মরহুমকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

আনোয়ারুল হকের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান গতকাল এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে, সাবেক সভাপতি আনোয়ারুল হকের মৃত্যুতে দুদিনের শোক ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ উপলক্ষে ডিআরইউ’র পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সদস্যরা কালো ব্যাজ ধারণ করবেন। ডিআরইউ বাগানে শোক বই রাখা হবে আজ শনিবার ২৩শে মার্চ ও রোববার ২৪শে মার্চ। আগামী ২৬শে মার্চ বাদ আসর মরহুমের ধানমন্ডির নিজ বাসভবনে চেহলাম অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status