বাংলারজমিন

লালমোহনে নতুন-পুরনো লড়াই

লালমোহন (ভোলা) প্রতিনিধি

২৩ মার্চ ২০১৯, শনিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহনে ভাইস চেয়ারম্যান পদগুলোতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ রয়েছেন স্বস্তিতে। যদিও এখানে স্বতন্ত্র থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলাম মিয়া মনোনয়ন দাখিল করার পর থেকে তার নেই কোনো তৎপরতা। নামেই কেবল আনারস প্রতীক নিয়ে এখানে স্বতন্ত্র প্রার্থী তিনি। এ ছাড়াও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও পৌর জাতীয় পার্টির সভাপতি মাহাবুব এলাহী লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে আছেন কেবল নামেই।
স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীর প্রচার-প্রচারণা না থাকলেও উপজেলার বিভিন্ন জায়গায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ।
তবে এখানে লড়াই চলছে পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের মধ্যে। এই দুই পদে ৬ প্রার্থী মাঠে রয়েছেন। বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার (উড়োজাহাজ প্রতীক) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল হাসান রিমন (তালা প্রতীক)। তরুণ ও যুব সমাজের গণজোয়ারকেই কাজে লাগাতে চান আবুল হাসান রিমন। ইতিমধ্যে মাঠে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। ভাইস চেয়ারম্যান পদেও টিউবওয়েল প্রতীক নিয়েই মাঠে আছেন জাতীয় পার্টির প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ফারুক।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও প্রার্থীদের রয়েছে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাসুমা বেগম হাঁস প্রতীক নিয়ে মাঠে আছেন, মন কাড়তে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা ইয়াছমিন শিখা। নির্বাচনে জয়ী হতে ভোটারদের কাছে কাছে কলস প্রতীকে ভোট চাইছেন তিনি।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে মাঠে আছেন ধলিগৌরনগর ইউনিয়ন দক্ষিণ মহিলা লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান শাহানা আক্তার নাসিমা।  নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এরই মধ্যেই প্রার্থীরা যার যার স্থান থেকে সাধারণ ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে আগামী ৩১শে মার্চ জনগণই নির্ধারণ করবে প্রার্র্থীদের ভাগ্য। বর্তমানে লালমোহন উপজেলায় ২ লাখ ৭ হাজার ৭২০ জন ভোটার রয়েছেন। যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৩ হাজার ১৩৮ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৫৮২ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status