দেশ বিদেশ

বিএনপিতে নিজেদের মধ্যে বিশ্বাস নেই-তোফায়েল

ভোলা প্রতিনিধি

২৩ মার্চ ২০১৯, শনিবার, ৯:৪২ পূর্বাহ্ন

ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে মনোনয়ন ইজারাদার অর্থাৎ  ঢাক-এর মতো বিক্রি করেছে। বিএনপির যারা দক্ষ ছিল তাদেরকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে। আমার মনে হয় আগামীতে বিএনপি দলটিকে খুঁজে পাওয়া কঠিন হবে। বিএনপি দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করে না। কর্মীরা নেতাকে বিশ্বাস করে না, এক নেতা অন্য নেতাকে বিশ্বাস করে না। এজন্যই দলটি আজ বিলীন হয়ে গেছে। গতকাল সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২টি ইউনিয়নের আওয়ামী লীগ তৃণমূল কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দল আজ ঐক্যবদ্ধ। তৃণমূল থেকে কেন্দ্রীয়পর্যায়ে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ এই একটানা ১৫ বছর ক্ষমতায় কারো ওপর অত্যাচার করেনি। কোনো বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হয়নি। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের  নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারেনি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব ও এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস প্রমুখ। এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status