দেশ বিদেশ

নিউজিল্যান্ডে হামলার প্রতিবাদে ঢাকায় শান্তি মিছিল

স্টাফ রিপোর্টার

২৩ মার্চ ২০১৯, শনিবার, ৯:৪২ পূর্বাহ্ন

শান্তির দেশ নিউজিল্যান্ডে জঙ্গির বর্বর নারকীয় হামলার প্রতিবাদে গতকাল সারা দেশের বিভিন্ন মসজিদে শান্তি মিছিল করেছে সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদ। এ সময় দেশের বরেণ্য আলেমরা অভিযোগ করে বলেন, বর্বর নারকীয় হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদের ভাষা আমাদের নেই। এ নারকীয় জঙ্গি হামলায় ইস্যুতে বিশ্ব মোড়লদের রহস্যজনক ভূমিকা জঙ্গি তৎপরতাকে আরো উস্কে দিচ্ছে। তাই দেখা যায় গত বৃহস্পতিবার বৃটেনের বার্মিংহামে একযোগে ৫টি মসজিদে জঙ্গি হামলা হয়েছে। এরপরও কি বিশ্ব বিবেক ও দেশি-বিদেশি মিডিয়া অমুসলিম জঙ্গি সন্ত্রাসীদের দমনের উদ্যোগ নিবে না? আলেমরা  আরো বলেন- একমাত্র ইসলামী বিধানেই বিশ্বব্যাপী শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার নিশ্চিত গ্যারান্টি। হিংসা, বিদ্বেষ, হানাহানি রাহাজানি বন্ধ করতে আন্তঃধর্মীয় ডায়ালগ ও সম্পর্ক মজবুত করা জরুরি। সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো ধর্ম নেই। তাই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জাতি-ধর্ম-দলমত নির্বিশেষে দরদভরা মন নিয়ে একযোগে কাজ করা সময়ের অপরিহার্য দাবি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, মিরপুর, কল্যাণপুর, দারুসালাম, শাহবাগ, কামরাঙ্গীরচর, লালবাগ, কাকরাইলসহ দেশের বড় বড় মসজিদ সমূহে এ শান্তি মিছিলে ও সমাবেশে নেতৃত্ব দেন দেশের শীর্ষ উলামায়ে ক্বেরাম। রাজধানীর মিরপুরে বৃহৎ শান্তি মিছিলে উপস্থিত ছিলেন ফুরফুরার খলিফা শায়খ আবদুল কাইয়ূম, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমীর মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা জাফরুল্লাহ খান, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আবদুল মোমেন নাসেরী, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা হাবিবুর রহমান, মুফতি ফয়জুল করিম, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, শায়খ মাওলানা সালেহ নুমানী, মাওলানা আবদুল্লাহ আল আজিজ, মুফতি শরাফত উল্লাহ, মুফতি আবদুল কুদ্দুস, শায়খুল হাদীস মাওলানা আবদুল জব্বার, মুফতি নিজাম উদ্দীনসহ বিভিন্ন মসজিদের খতিব-ইমামগণ।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status