খেলা

দ্বাদশ আইপিএল শুরু আজ

সাকিবকে নিয়ে ‘বার্তা’ হায়দরাবাদের

স্পোটর্স ডেস্ক

২৩ মার্চ ২০১৯, শনিবার, ৯:৪০ পূর্বাহ্ন

আসরের শুরুতেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে পেলো সানরাইজার্স হায়দরাবাদ। আর মাঠে নামার আগে টুইটার বার্তায় সানরাইজার্স হায়দরাবাদ দেখালো সাকিবকে নিয়ে আত্মবিশ্বাস। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পর্দা উঠছে আজ। আর আসর সামনে রেখে গতকালই ভারতের মাটিতে পা রাখেন সাকিব আল হাসান। আইপিএলের দ্বাদশ আসরে ৮টি দল নিজেদের মধ্যে রাউন্ড রবিন লীগ ও নকআউট পর্বসহ মোট ৬০টি ম্যাচ খেলবে। ম্যাচগুলো হোম-অ্যাওয়ে ভিত্তিতে হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ই মে। আগের ১১টি আসরে খেলা ‘দিল্লি ডেয়ার ডেভিলস’কে এবার দেখা যাবে ‘দিল্লি ক্যাপিটালস’ নামে। ২০১৯ আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস লড়বে দুবারের রানার্সআপ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আসরে অংশ নিচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। গতবারের মতো এবারও তিনি খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
আইপিএল খেলতে গতকাল সকাল সাড়ে দশটায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতা পৌঁছান সাকিব। হায়দরাবাদ তাদের প্রথম ম্যাচটি খেলবে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে। সাকিব সেখানেই দলের সঙ্গে যোগ দেন। আইপিএলের গত আসরে সব ক’টি ম্যাচ খেলে ব্যাট হাতে ২৩৯ রান এবং বল হাতে ১৪ উইকেট শিকার করেন সাকিব। যে কারণে চলতি আসরেও সাকিবকে নিজেদের দলেই রেখে দেয় হায়দরাবাদ। এবারও সাকিবের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছে দলটি। গতকাল দুপুরে বিশ্বসেরা অলরাউন্ডারকে স্বাগত জানিয়ে টুইটারে হায়দরাবাদ লেখে, ‘অভিজ্ঞতায় ভরপুর এবং একজন অলরাউন্ড পারফর্মার সাকিব আল হাসান ফিরেছেন। তিনি শুধু ফিরছেই না সঙ্গে ব্যাগ ভর্তি বুদ্ধিও নিয়ে আসছেন।’
তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির কারণে এবারের আইপিএলে সব ম্যাচ খেলতে পারবেন না সাকিব। আইপিএল ছেড়ে ২২শে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিতে অংশ নেবেন তিনি। উল্লেখ্য, আইপিএলে মোট ৬০ ম্যাচে ২১.৬৭ গড়ে ৭৩৭ রান ও ৫৭টি উইকেট নিয়েছেন সাকিব। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএলে অভিষেক হয় বাংলাদেশি অলরাউন্ডারের। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেয়ার আগ পর্যন্ত তিনি কেকেআরেই ছিলেন। ২০১২ ও ২০১৪ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status