বাংলারজমিন

সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ঘাতকের মায়ের আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৩ মার্চ ২০১৯, শনিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

সাভারে পৌর এলাকার ব্যাংক কলোনি তালবাগ মহল্লায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার পর হত্যাকারীর  মা মুর্শেদা বেগম থানায় হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আত্মসমর্পণ করেছেন। ঘটনার পর থেকে হত্যাকারী মাসুম (২০) পলাতক রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তালবাগ মহল্লার একটি ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম শফিকুল বারী চৌধুরী বকুল (৫০) তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার আন্দিবাড়ী গ্রামের আবদুল বারীর ছেলে। তিনি সাভারের ডগরমুড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন। আত্মসমর্পণকারী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিহত বকুল বৃহস্পতিবার রাতে মোর্শেদা বেগমের বাসায় যান। এ সময় ওই নারী বকুলকে নিজের ঘরে রেখে রান্না ঘরে গেলে হঠাৎ তার ছেলে মাসুম ঘরের দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহমুদ হাসান জানান, হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে রাতেই ওই নারীর বাসা থেকে রক্তাক্ত অবস্থায় নিহত ব্যবসায়ীর মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাই। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা জানান, সমপ্রতি মোর্শেদার স্বামী রাশেদ মিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটলে নিহত ব্যবসায়ী শফিকুল বারী বকুলের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। তাই মাঝে-মধ্যেই বকুলকে ওই বাড়িতে আসতে দেখা যেতো। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিাবর রাতে নিহত ব্যবসায়ী শফিকুল বারী বকুল মোর্শেদার বাড়িতে বেড়াতে যায়। একপর্যায়ে মোর্শেদার ছেলে মাসুম শফিকুল বারী বকুলকে নিজেদের ঘরে মায়ের সঙ্গে দেখতে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মাসুমের মা মোর্শেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করে অভিযুক্ত মাসুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাসুমকে আটকের পরই জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status