বাংলারজমিন

এমএ খান ফাউন্ডেশনের মেধা বৃত্তি পেলো গোলাপগঞ্জের ৫০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৩ মার্চ ২০১৯, শনিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণে এমএ খান ফাউন্ডেশন ইউকে-এর উদ্যোগে চতুর্থ প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল মান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমএ খান ফাউন্ডেশন ইউকে-এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়ামোদী মো. আব্দুর রহমান খান সুজা। কলেজের শিক্ষক তানিয়া আক্তার, আব্দুস শহীদ খান ও মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাহাবউদ্দিন আহমদ, কলেজের অধ্যক্ষ ইছমাইল উদ্দিন খান, অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, ফলদ বন্ধু মো. আব্দুল আলীম লোদী, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তী, ইঞ্জিনিয়ার আশফাক আহমদ, পারভীনা খান ও পরীক্ষা নিয়ন্ত্রক এহছান চৌধুরী। প্রতিবছর ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, মেডেল ও সনদ প্রদান করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status