বিনোদন

যেকোনো সময় চলচ্চিত্র পরিচালনায়

কামরুজ্জামান মিলু

২৩ মার্চ ২০১৯, শনিবার, ৮:১১ পূর্বাহ্ন

তরুণ নির্মাতা আদনান আল রাজীব। মূলত, বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই পরিচিত তিনি। তবে তার পরিচালনায় বেশ কয়েকটি নাটকও দর্শকপ্রিয়তা পেয়েছে। দেশের বড় বাজেটের বেশিরভাগ বিজ্ঞাপন এখন তার প্রতিষ্ঠান ‘রানআউট ফিল্মস’ থেকেই নির্মাণ হয়। মুম্বইয়ের মতো বড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। টাঙ্গাইলে জন্ম নেয়া আদনানের বাবা বাসেদুল আলম একজন মুক্তিযোদ্ধা, আর্মি অফিসার ও ব্যবসায়ী। আদনানের মার নাম সাবেকুন নাহার। ঢাকার পর ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের কালিমপংয়ে পড়াশোনা করেন আদনান। দার্জিলিংয়ে কলেজের পড়াশোনা শেষ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পাশাপাশি জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ২০০৩  সালের নভেম্বরে কাজ শুরু করেন। এরপর একটা সময় নিজে পরিচালনা শুরু করেন। গড়ে তুলেছেন ‘রানআউট’ নামের একটি প্রতিষ্ঠান। যেখানে বেশ কয়েকজন নির্মাতা কাজ করেন। আদনান আল রাজীব বর্তমানে চলচ্চিত্র পরিচালনার কথা ভাবছেন। তিনি বলেন, একটা সময় দেখলাম পরিবারে অনেক অর্থনৈতিক ঝামেলা চলছিল। তখন পড়াশোনাও শেষ হয়নি আমার। তখন বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত? তখন আমার বড় বোন অতসীর সঙ্গে ফারুকী ভাইয়ের পরিচয় ছিল। মূলত আপু আমাকে ফারুকী ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যখন দেখলাম বাসা ঠিকমতো চলছে না তখন নিজের খরচ চালাতে না পেরেই আপুর পরামর্শে ফারুকী ভাইয়ের কাছে কাজ শেখা শুরু করি। তখন বুঝতাম না সহকারী পরিচালকের কাজ কি? যখন বুঝতে শুরু করলাম তখন মজা লাগলো এবং ফারুকী ভাইয়ের সহকারী হিসেবে একের পর এক কাজ করতে থাকলাম। তাই ফারুকী ভাই না থাকলে এই ইন্ডাস্ট্রিতে আমি জন্মাতাম না। ‘রানআউট’ নামটা ইফতেখার আহমেদ ফাহমীর দেয়া। ২০০৯ সালে এর যাত্রা শুরু। বাংলাদেশের পাশাপাশি ভারতে ‘এক্সপ্রেস মানি’ ও সম্প্রতি মুম্বইয়ে বলিউডের আর্টিস্ট রোহিত তিওয়ারি, সালিনা প্রকাশকে নিয়ে ভারতের আইসিআইসিআই ব্যাংকের আরেকটি কাজ করলাম। বর্তমানে কোকের টিভিসির কাজ করছি। আর চলচ্চিত্রের গল্প লিখছি। যেকোনো সময় চলচ্চিত্র পরিচালনায় আসবো। তাহলে সিনেমা কবে এবং বিয়ে কবে? উত্তরে সবশেষে তিনি বলেন, এখন পর্যন্ত আমি যে গল্পটা দর্শকদের বলতে চাই সেটা পাগলের মতো আমাকে তাড়া করে না। একবার গল্প বাছাই করি, এরপর আবার বাদ দিই। ১২-১৩টি স্ক্রিপ্ট রেডি আছে। এখন চলচ্চিত্রের জন্য মার্কেটটাও রেডি। যেকোনো সময়ই শুরু করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status