ভারত

লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন ক্রিকেটার গৌতম গম্ভীর

কলকাতা প্রতিনিধি

২২ মার্চ ২০১৯, শুক্রবার, ৬:২৮ পূর্বাহ্ন

ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন বলে জানা গেছে। নয়াদিল্লি কেন্দ্রে বর্তমান সাংসদ মীনাক্ষি লেখির পরিবর্তে গম্ভীরকে প্রার্থী করার সম্ভবানা রয়েছে। শুক্রবার দিল্লিতে  বিজেপির সদর দপ্তরে অর্থমন্ত্রী অরুণ জেটলি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে স্বাগত জানিয়েছেন সাবেক এই ক্রিকেটারকে।

বেশ কিছুদিন ধরেই রাজধানীতে গম্ভীরের আসা নিয়ে আলোচনা চলছিল। গম্ভীরের বাড়ি দিল্লির রাজেন্দ্র নগরে। বিজেপির সঙ্গে গম্ভীরের যোগাযোগ বেশ পুরনো। ২০১৪ সালের লোকসভা ভোটে পঞ্জাবের অমৃতসর কেন্দ্রে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন গৌতম গম্ভীর। তখন থেকেই জল্পনা শুরু হযেছিল যে, বিজেপিতে যোগ দিচ্ছেন গম্ভীর।

গাম্ভীরের ঘনিষ্ঠ মহলের দাবি, ক্রিকেট ও রাজনীতি একসঙ্গে চালাতে চাননি গৌতম গম্ভীর। তাই ক্রিকেট থেকে অবসরের পরই রাজনীতিতে যোগ দানের সিদ্ধান্ত নিয়েছেন। রাজনীতিতে যোগ দিয়ে গাম্ভীর বলেছেন, দেশের জন্য কাজ করতে চান তিনি। তাই এই সিদ্ধান্ত। এর ফলে কীর্তি আজাদ, নভজ্যোৎ সিং সিধু, মুহম্মদ আজহারউদ্দিনের মতোই আরও এক ক্রিকেটার এলেন সক্রিয় রাজনীতিতে।   
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status