শেষের পাতা

সুবর্ণচরে ধর্ষণ

রুহুলের জামিন

স্টাফ রিপোর্টার

২২ মার্চ ২০১৯, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

৩০শে ডিসেম্বরের ভোটের পর নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিনকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত রুহুল আমিনের জামিন কেন বাড়ানো হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ জামিন আদেশ দেন।

আদালতে রুহুল আমিনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আশেক-ই রসুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় ও সহকারী অ্যাটনি জেনারেল স্বরূপ কান্তি দেব।

আবেদনের শুনানিতে আইনজীবী মো. আশেক-ই-রাসুল যুক্তি দেন মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) আসামি রুহুল আমিনের নাম নাই। মামলাটি এখনও তদন্তাধীন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশ্বজিৎ রায় বলেছেন, ‘রুহুল আমিনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। আগামী ২৫শে মার্চ সকাল ১১টায় অবকাশকালীন চেম্বার জজ আদালতের বেঞ্চ রয়েছে। আশা করছি ওইদিন শুনানি হবে।’

বিশ্বজিৎ রায় বলেন, ‘এ মামলার আসামির আইনজীবী রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করেছেন। জামিন আবেদনে বলা হয়েছিল হাইকোর্টের এনেক্স-১৭ নম্বর  বেঞ্চে শুনানি হবে। নিয়ম অনুযায়ী বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে শুনানির কথা। এর ফলশ্রুতিতে আবেদনের নথি সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদের কাছে গেছে। আর শুনানি করা হয়েছে জামিন প্রদানকারী বেঞ্চে। জামিনের পর আমরা বুঝতেই পারিনি, কার জামিন হয়েছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status