অনলাইন

ভূঞাপুরের সেলুনে নোটিশ

স্টাইল করে চুল দাড়ি কাটলে ৪০ হাজার টাকা জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি

২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ১:৫০ পূর্বাহ্ন

স্টাইল করে চুল ও দাড়ি কাটলে ৪০ হাজার টাকা জরিমানা করার নোটিশ দিয়েছে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।
ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম, নরসুন্দর সমিতির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশ উপজেলার সকল সেলুনে এখন ঝুলছে।
উপজেলা নরসুন্দর সমিতির উপদেষ্টা অখিল চন্দ্র শিল জানান, ওসির নির্দেশনায় স্টাইল করে চুল, দাড়ি ও গোঁফ কাটা বন্ধ করা হয়েছে। বর্তমানে ছাত্র ও যুবকরা স্টাইল না করে স্বাভাবিকভাবেই চুল কাটছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি বলেন, অভিভাবকরা মৌখিক অভিযোগ করেছেন। ছাত্র ও যুবকরা স্টাইল করে চুল কেটে বখাটেদের মতো ঘুরে ফেরে। এতে করে তারা সমাজের ভাবমূর্তি নষ্ট করছে। তাই স্টাইল করে চুল কাটলে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হবে। অভিভাবক, শিক্ষক ও উপজেলা নরসুন্দর সমিতির সভাপতিসহ সমিতির সদস্যদের নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status