বিশ্বজমিন

জনপ্রিয় কাজাখ প্রেসিডেন্টের আকস্মিক পদত্যাগ

মানবজমিন ডেস্ক

২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

৩০ বছর ক্ষমতায় থাকার পর স্বেচ্ছায় পদত্যাগ করেছে কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ। সাবেক কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ অংশ হিসেবে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকেই কাজাখস্তানের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। কিন্তু একদম হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
৭৮ বছর বয়স্ক নুর সুলতান নাজারবায়েভ ১৯৪০ সালে জন্ম নিয়েছিলেন। একজন রাষ্ট্রনায়ক হিসেবে সফল হিসেবেই বিবেচনা করা হয় তাকে। দীর্ঘদিন তিনি তেলসমৃদ্ধ কাজাখস্তানের নেতৃত্ব দিয়েছেন। একটি টেলিভিশন চ্যানেলে তিনি নিজেই তার পদত্যাগের কথা ঘোষণা করেন। তিনি বলেন, এটা সহজ ছিল না কিন্তু নতুন প্রজন্মের নেতাদের সুযোগ করে দিতেই তিনি পদত্যাগ করেছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তার বিরুদ্ধে কোনো বিক্ষোভ বা ব্যাপক জনঅসন্তোষের খবরও পাওয়া যায় না। স্বেচ্ছায়ই তিনি তার ক্ষমতা হস্তান্তর করেছেন পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার কাশিম জমরাটের হাতে। পদত্যাগের আগে কাজাখদের জীবন-মান উন্নয়নে কল্যাণমূলক নানা পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন তিনি। পদত্যাগ করলেও তিনি দেশটির ক্ষমতাসীন দলের প্রধান থাকবেন। একই সঙ্গে কাজাখস্তানের নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। তাছাড়া তিনি জাতীয় নেতা পদবিও ধারণ করবেন।
মঙ্গলবার বিদায়ী ভাষণে নাজারবায়েভ বলেন, আমি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজাখস্তানের অভ্যন্তরীণ ও বিদেশনীতির দেখাশোনা করবো। আমি চাই নতুন প্রজন্ম থেকে কেউ দেশের হাল ধরতে শিখুক। এসময় তিনি ২০২০ সাল পর্যন্ত নতুন প্রেসিডেন্ট হিসেবে কাশিম জমরাটের নাম ঘোষণা করেন।
ব্যক্তিগত জীবনে নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত নাজারবায়েভ প্রাথমিক জীবনে স্টিল কারখানায় কাজ করেছেন। কাজাখস্তানে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। প্রায় প্রতিটি নির্বাচনেই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। পেয়েছেন কাজাখদের ভালোবাসাও। কমিউনিস্ট পার্টির হাত ধরে তার রাজনৈতিক জীবনের সূচনা। ১৯৮৯ সালে কমিউনিস্ট পার্টি অব কাজাখস্তানের প্রধান হিসেবে ক্ষমতায় আসেন তিনি। সে সময় কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও কাজাখস্তান সর্বশেষ রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের ঐক্যের পতাকা উড়িয়েছে। এরপর ১৯৯৯, ২০০৫, ২০১১ ও ২০১৫ সালের নির্বাচনে নাজারবায়েভ বিপুল ভোটে জয় পেয়েছেন। সামপ্রতিক সময়ে দেশটির অর্থনৈতিক উন্নয়ন ধীর হয়ে যাওয়ার প্রেক্ষিতে অর্থনীতি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একইসঙ্গে রাশিয়া ও এর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রেখেছেন নাজারবায়েভ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status