দেশ বিদেশ

উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট ৪১.২৫, সবচেয়ে কম সিলেটে

স্টাফ রিপোর্টার

২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ভোটের হার বেশি হবে বলে নির্বাচন কমিশন প্রত্যাশা করলেও ভোটের হার উল্টো কমেছে। প্রথম ধাপের চেয়ে দুই শতাংশ কমে দ্বিতীয় ধাপের ভোটের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ২৫-এ। প্রথম ধাপের নির্বাচনে ভোট পড়েছিল ৪৩ দশমিক ৩২ শতাংশ। নির্বাচন কমিশন থেকে পাওয়া ফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। তবে, সারা দিন কেন্দ্রে ভোটার দেখা না গেলেও এত সংখ্যক ভোটের বিষয়ে সংশয়ও রয়ে গেছে। ইসির ফল পর্যালোচনা করে দেখা গেছে, ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, সব থেকে কম ভোট পড়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। এখানে ভোট পড়েছে মাত্র ৮ দশমিক ৬৩ শতাংশ। উপজেলার এক লাখ ৭০ হাজার ৪৫৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১৪ হাজার ৭০৪ জন। দক্ষিণ সুরমা ছাড়াও ভোটের হার দুই অঙ্কে পৌঁছতে পারেনি আরো একটি উপজেলায়। সেটি একই জেলার জৈন্তাপুর উপজেলা, সেখানে ভোট পড়ার হার ৯ দশমিক ৩৮ শতাংশ। জৈন্তাপুর উপজেলার ১০ লাখ ৬ হাজার ৬২২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১৪৭০৪ জন। এ ছাড়া, বগুড়া সদর উপজেলায় ভোট পড়েছে মাত্র ১৩ দশমিক ১৩ শতাংশ। সেখানকার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৫০ হাজার ৮৬১ জন ভোটার। তবে, উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য অঞ্চলে ভোট ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক। নির্বাচনে সমতলের তুলনায় পাহাড়ে ভোটের হার ছিল তুলনামূলক বেশি। ফল পর্যালোচনা করে দেখা গেছে, গত ১৮ই মার্চ অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুটি জেলার ১৩টি উপজেলা পরিষদের মোট ৫ লাখ ৩২ হাজার ৯৭৩টি ভোটের মধ্যে পড়েছে তিন লাখ ২২ হাজার ২৬৬টি। পাহাড়ের গড় ভোটের হার ৬০ দশমিক ৪৭ শতাংশ। এদিকে সমতলে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে। এখানে ভোটের হার ৭১ দশমিক ৪১ শতাংশ। দ্বিতীয় ধাপে দেশের ১১৬টি উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় হওয়া ২৩ জনসহ আওয়ামী লীগ থেকে ৭৪ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৮ জন। আর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মনোনীত দুইজন চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে প্রথম দফায় অনুষ্ঠিত ৮১টি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ বিনাপ্রতিদ্বন্দ্বিতার ১৫ জনসহ মোট ৭৮ জন চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত বাকি ২৩ জনের সবাই স্বতন্ত্র প্রার্থী। এই ধাপে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী নির্বাচিত হননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status