অনলাইন

ময়মনসিংহে দুই সহোদর হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২০ মার্চ ২০১৯, বুধবার, ৪:৫১ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দায় দুই সহোদর আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন হত্যা মামলায় চার জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।  একই সঙ্গে এই মামলায় তিনজনকে এক বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এই আদেশ দেন।

মৃত্যুদ- প্রাপ্তরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর এলাকার জমির উদ্দিনের ছেলে লিয়াকত আলী (৫৫), লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫), জমির উদ্দিনের ছেলে আবুল কাসেম (৫০) ও সিরাজ আলীর ছেলে হোসেন আলী (৬২)।
আদালত সূত্র জানায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০০১ সালের ৪ আগস্ট দুপুরে উপজেলার কোদালধর এলাকায় দা-বল্লমের আঘাতে আসামিরা প্রয়াত হাফিজ উদ্দিনের দুই ছেলে আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিনকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।
এর ঠিক দুইদিন পর ৪ আগস্ট নিহত গিয়াস উদ্দিনের ভাই আব্দুল খালেক বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।  এরপর দেশের বিভিন্ন জায়গা থেকে এজাহারভুক্ত সব আসামিকে পুলিশ গ্রেফতার করে ।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তি-তর্ক শুনে বিচারক আজ বুধবার এই আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শেখ আবুল হাসেম। বাদীপক্ষের অ্যাডভোকেট আব্দুর গফুর, বিশ্বনাথ পাল ও আসামি পক্ষের অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান মামলা পরিচালনা করেন।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর খন্দকার জাহিদুল ইসলাম জানান, এই মামলায় আসামি ফয়েজ উদ্দিন ও কুরতুল মিয়াকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও অনাদায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ১৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status