বিনোদন

নূরের বিদায়ে করণাময়ী রানী রাসমণির সেটে কান্নাকাটি

কলকাতা প্রতিনিধি

২০ মার্চ ২০১৯, বুধবার, ২:৫৫ পূর্বাহ্ন

কলকাতায় মঞ্চ-থিয়েটার নিয়ে পড়তে এসে বাংলাদেশের নূর টিভি দর্শকদের প্রিয় অভিনেতা হয়ে উঠেছেন গত দু বছরে। জি বাংলার ’করণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে রাজচন্দ্রের ভূমিকায় নূরের অভিনয় সকলকেই মুগ্ধ করেছে। ধারাবাহিকের গল্পে রাজচন্দ্র মারা গিয়েছেন। ইউনিট থেকে বিদায় নিতে হচ্ছে নূরকে। আর এতেই গোটা ইউনিটে শোকের পরিবেশ। বাস্তবেই সকলের চোখ পানিতে ছলছল করেছে। এমনকি একজন অন্যজনকে ধরে কান্নাবাটিও করেছেন শেষ দিনের শুটিংয়ে। নূরকে সকলে যে মিস করবেন তা যেমন মেনে নিয়েছেন সহ অভিনয়শিল্পীরা তেমনি ইউনিটের কারিগরী সহকর্মীরাও। সকলের মধ্যে চলছে নূরের ভালো-মন্দ নিয়ে কত আলোচনা। এমনকি নূরের অসাধারণ রান্না করা খাবারও যে মিস করবেন সেই আফশোসও করছেন অনেকে।

অবশ্য দর্শকদের জন্য জানানো হয়েছে, নূর শুটিং থেকে বিদায় নিলেও তাকে এই ধারাবাহিকে দেখা যাবে। তবে কীভাবে, সেটা আপাতত গোপন রাখা হযেছে। নুরের রিল লাইফের স্ত্রী দিতিপ্রিয়া সবচেয়ে কষ্টে রয়েছেন। তার সঙ্গে আলাদা বন্ডিং গড়ে উঠেছিল নূরের। লেগপুলও চলতো। তবে যোগাযোগ থাকবে এটাই সকলের আশার। নূর অবশ্য বিরতিতে যাচ্ছেন বলে জানিয়েচেন। তিনি বলেছেন, এ রকম একটা জনপ্রিয় চরিত্র করার পরে বিরতি নেওয়া দরকার। নতুন কোনো চরিত্র করলে দর্শক হয়তো এই মুহূর্তে গ্রহণ না-ও করতে পারেন। নূরের মধ্যে কষ্টবোধ কাজ করছে। তার কথায়, সবার সঙ্গে রোজ দেখা হবে না ভাবতেই খারাপ লাগছে। দিতিপ্রিয়া, গৌরবদা, চন্দ্রনিভদা আমরা তো সব এক জায়গায় বসে হইচই করি। কোথাও গিয়ে একটা পরিবার হয়ে ওঠে তো...আমার ভালোলাগা, মন্দলাগা এখন সবাই জানে...আমি কী খেতে পছন্দ করি, কী ধরনের ব্যবহার করি...সবার সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। আমার সহকর্মী যারা ক্যামেরার পিছনে কাজ করেন তারাও আমাকে এসে এসে তাদের খারাপ লাগা জানাচ্ছেন, ফোনে যোগাযোগ রাখবেন বলছেন। সব মিলিয়ে একটা কষ্ট তৈরি হয়েছে সবার মধ্যে। আমারো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status