প্রথম পাতা

একদিনে সড়কে নিহত ১২

বাংলারজমিন ডেস্ক

২০ মার্চ ২০১৯, বুধবার, ১০:০৪ পূর্বাহ্ন

রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল ১২ জন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি জানান, ঢাকা-রংপুর মহাসড়কে সাদুল্লাপুরের ধাপেরহাট বন্দর নামকস্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় মহিলাসহ তিন বাসযাত্রী নিহত হয়েছে। এ সময় অন্তত আরো ১০ যাত্রী আহত হয়। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রথম ডাঙ্গা গ্রামের আনছের আলীর স্ত্রী ছামছুন্নাহার বেগম (৩৫), ধরলা সাথী গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম (৩০) ও সিংহসিংলী গ্রামের জয়নাল মিয়ার ছেলে রেজাউল করিম (৩৫)।

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, বেলা ২টার দিকে বিছানাকান্দি  থেকে জাফলং যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ মিয়া (৬)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দুপুরে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রাম এলাকায় পৌঁছালে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন।

জামালপুর প্রতিনিধি জানান, দেওয়ানগঞ্জ পুল্লাকান্দি ব্রিজের পূর্বপাশে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইেকেলের মুখোমুখি সংঘর্ষে ওয়াজ করুনী মামুন নামে দশম (১৬) শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ওয়াজ করুনী মামুন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া গ্রামের ডা. আব্দুস সামাদের ছেলে।

বেনাপোল (যশোর) প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা সড়কের বাগুড়ী এলাকায় ট্রাকের চাপায় লিটন আনছারী (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি আনছারী বাগআঁচড়া বাগুড়ী গ্রামের সিদ্দিক আনছারীর বড় ছেলে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা এলাকায় কৃষি বিভাগের হর্টিকালচার সেন্টারের একটি পিকআপের ধাক্কায় রাজু আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ হাতিকাটা গ্রামের ডাবলু হোসেনের ছেলে।

মাগুরা প্রতিনিধি জানান,  মাগুরা-ফরিদপুর সড়কের হুলিনগর এলাকায় মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাসের ঢাক্কায় ইমদাদুল হক (২২) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। তার বাড়ি মাগুরা সদর উপজেলার কসুন্দি গ্রামে।

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে জানান, পাবনার আটঘরিয়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে শ্যালোইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষে আমিরুল ইসলাম নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের ভবানীরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম (৪০) চাটমোহর উপজেলার নরাইখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ার শেরকোলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ রানা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মাসুদ রানা বগুড়ার শিবগঞ্জ উপজেলার সংকরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status