দেশ বিদেশ

এবার অস্ট্রেলিয়া ভ্রমণে সতর্কতা জারি বাংলাদেশের

কূটনৈতিক রিপোর্টার

২০ মার্চ ২০১৯, বুধবার, ৯:১৩ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া ভ্রমণে সতর্কতা জারি করেছে বাংলাদেশ। নিজ দেশের নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমণে আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে মঙ্গলবার ওই ‘ট্রাভেল এডভাইস’ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরামর্শমূলক ওই ভ্রমণ সতর্কবার্তায় সেগুনবাগিচার তরফে বলা হয়- যেসব বাংলাদেশি অস্ট্রেলিয়ায় রয়েছেন এবং যারা সেখানে ভ্রমণে যেতে চান তারা যেন সব সময় সতর্ক থাকেন, বিশেষ করে পাবলিক  প্লেস এড়িয়ে চলেন। সেখানকার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে গণমাধ্যম এবং স্থানীয়ভাবে তথ্য সংগ্রহের অনুরোধও করা হয়েছে ঢাকার সতর্কবার্তায়। বলা হয়েছে, উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশিদের সহায়তায় ক্যানবেরাস্থ বাংলাদেশ মিশন সবসময় প্রস্তুত রয়েছে। জরুরি প্রয়োজনে যে কেউ দু’টি নম্বরে  ফোন করে যেকোনো ধরনের সহায়তা বা তথ্য চাইতে পারেন। নম্বর দুটি হলো, +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫। বাংলাদেশের সতর্কবার্তায় বলা হয়, একজন অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন টেরেন্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুক হামলা চালায়। নিজ হাতে বন্দুক চালিয়ে একে একে ৫০ জন মানুষকে হত্যা করে এবং আরো ৪৮ জনকে আহত করে। নিহতের মধ্যে ৫ জন বাংলাদেশি বংশোদ্ভূতও রয়েছেন। এ ছাড়া আরো তিনজন বাংলাদেশি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীকে নিউজিল্যান্ড পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে হত্যার আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করা হয়েছে। হামলার আগে  টেরেন্ট নিজেকে ‘বর্ণবাদী’ অভিহিত করে ৭৪ পৃষ্ঠার একটি  মেনিফেস্টো প্রকাশ করে। তবে শোকাহত ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ার একজন সিনেটর এক বিবৃতিতে নিউজিল্যান্ডে মসজিদে হামলার জন্য মুসলিমদের দায়ী করেন। অস্ট্রেলিয়ার ওই আইনপ্রণেতার মন্তব্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তার মন্তব্যে বর্ণবাদ উস্কে দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ নিউজিল্যান্ডে ও অস্ট্রেলিয়া ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণের বিষয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বাংলাদেশ মিশন এবং ঢাকা থেকে নিউজিল্যান্ড ভ্রমণে যেতে আগ্রহী বাংলাদেশি এবং দেশটিতে থাকা বাংলাদেশি বংশোদ্ভূতদের সদা সতর্ক থাকার পরামর্শ দেয়াসহ অন্তত ৩ দফায় ভ্রমণ সতর্কতা জারি হয়েছে। গতকালও এটি আপডেট করা হয়েছে। উল্লেখ্য, ১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ ও লিনউডের আরেকটি মসজিদে এক বন্দুকধারী ঢুকে গুলি চালিয়ে নামাজের প্রস্তুতিরত মুসল্লিদের হত্যা করে। ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক স্বঘোষিত  শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নিজ হাতে বন্দুক চালানো এবং হত্যাযজ্ঞের দৃশ্য হেলমেটে স্থাপিত ক্যামেরার সাহায্যে সরাসরি ফেসবুকে সমপ্রচার করে। এই হামলার ১৫ মিনিট আগে সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ই-মেইল করে হামলা চালাতে যাচ্ছে বলেও জানায়। তার এই নৃশংস ভিডিও পরে সরিয়ে নিয়েছেন  ফেসবুক কর্তৃপক্ষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status