খেলা

মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৩:৫৬ পূর্বাহ্ন

ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টায় এই সার্জারি শুরু হয়। সার্জারির পর বাঁ-হাতি এই স্পিনারের স্ত্রী চৈতি ফারহানা রূপা নিজের ফেসবুকে তার সফল অস্ত্রোপচারের বিষয়টি জানিয়েছেন। তিনি ফেসবুকে জানিয়েছেন, ‘আমার স্বামী মোশাররফ হোসেন রুবেলের অস্ত্রোপচার সফল হয়েছে। সে এখন সুস্থ আছে।’ রুবেলের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘সার্জারির পর সে হাত-পা নাড়াতে পারছে। কোনও সমস্যা হচ্ছে না। কথাও বলতে পারছে। সবাই যেভাবে পাশে রয়েছেন ও দোয়া করছেন তার জন্য ধন্যবাদ। সবাই তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করবেন।’

জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল। বেশ কিছুদিন ধরেই তিনি মাথা ব্যথাসহ সমস্যায় ভুগছিলেন। সমস্যার ব্যাপকতা বুঝতে পরে চিকিৎসকরা তাকে মাথার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেন। পরীক্ষাতে ধরা পড়ে টিউমারের অস্তিত্ব। তবে চিকিৎসকরা জানান, মোশাররফের ব্রেনের টিউমারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
২০০৮ সালের মেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক মোশাররফ হোসেন রুবেলের। বাংলাদেশের ক্যাপ মাথায় ক্যারিয়ারে ৫টি ওয়ানডে খেলেছেন ৩৭ বছর বয়সী রুবেল। আর প্রথম শ্রেণির ১১২ ম্যাচে ৩৯২ উইকেটের সঙ্গে ব্যাট হাতে দুটি সেঞ্চুরিসহ রুবেলের সংগ্রহ ৩৩০৫ রান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status