অনলাইন

রায়পুরায় আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

নরসিংদী প্রতিনিধি

১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১২:০৬ অপরাহ্ন

আধিপত্য বিস্তার কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরও ১২ জন। আজ ভোরে উপজেলার চরাঞ্চল মির্জাচরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মির্জাচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের ভাতিজা ইকবাল  হোসেন (৩০) ও একই গ্রামের আমানউল্লাহ (২৭)।

এ ঘটনায় গুরুতর আহত গুলিবিদ্ধ সাজ্জাদ হোসেন (২৮), আজিজুল ইসলাম (২৬) ও  রহমত উল্লাহকে (১৮) ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিকের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ছেলে ফারুক ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলার মুখে  চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সমর্থকরা এলাকা ছাড়া হন।

আজ ভোরে মানিকের সমর্থকরা এলাকায় প্রবেশের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ পাঁচজনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা থানার ওসি (অপারেশন) মোজাফফর হোসেন জানান, হতাহতরা সবাই  চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status