বাংলারজমিন

উপজেলা চেয়ারম্যান হলেন যারা

বাংলারজমিন ডেস্ক

১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন

দ্বিতীয় ধাপে গতকাল দেশের বিভিন্ন জেলায় ১১৬ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  গত রাত ১০টা পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া ফলাফলের ভিত্তিতে যেসব প্রার্থী বিজয়ী হয়েছেন তারা হলেন- মৌলভীবাজারের ৭ উপজেলার মধ্যে বড়লেখায় সুয়েব আহমদ (স্বতন্ত্র), জুড়ীতে এম এ মুঈদ ফারুক (স্বতন্ত্র), কুলাউড়ায় অধ্যক্ষ একেএম শফি আহমদ সলমান (স্বতন্ত্র), কমলগঞ্জে  অধ্যাপক রফিকুর রহমান (আওয়ামী লীগ), শ্রীমমলে রনধীর কুমার দেব (আওয়ামী লীগ), রাজনগর: শাহাজান খান (স্বতন্ত্র)।

এছাড়া মৌলভীবাজার সদরে কামাল হোসেন (আওয়ামী লীগ) আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এদিকে সিলেটের ১২টি উপজেলার মধ্যে ৭টিতে আওয়ামী লীগ বাকি ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী জয়েছেন। কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমকে পরাজিত করে বেসরকারিভাবে  চেয়ারম্যান হয়েছেন বিদ্রোহী হাজী শামীম আহমদ, গোয়াইনঘাটে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া হেলালকে পরাজিত করে  বেসরকারীভাবে চেয়ারম্যান হয়েছে বিদ্রোহী ফারুক আহমদ, জৈন্তাপুরে আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলীকে পরাজিত করে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী কামাল আহমদ, ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী শাহ মুজিবুর রহমান জকনকে পরাজিত করে বেসরকারিভাবে েেচয়ারম্যান হয়েছে বিদ্রোহী নুরুল ইসলাম, বিয়ানীবাজারে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খানকে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন বিদ্রোহী আবুল কাশেম পল্লব। এছাড়া সিলেট সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী আশফাক আহমদ, বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগের নুনু মিয়া, বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মোস্তাকুর রহমান মফুর, জকিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের লোকমান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ইকবাল আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলায় আওয়ামী লীগের আব্দুল মোমিন চৌধুরী, দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের আবু জাহিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ওদিকে বালিয়াডাঙ্গীতে স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল বিজয়ী হয়েছেন। এদিকে কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জানান,  কাউনিয়ায় ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে আঙ্গুরী বেগম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। ওদিকে শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, শ্রীমঙ্গলে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চা শ্রমিক পরিবারের সন্তান ‘তালা’ প্রতীককে প্রেম সাগর হাজরা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘পদ্মফুল’ প্রতীককে প্রথমবারের মতো মিতালী দত্ত নির্বাচিত হয়েছেন। রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, রাজনগরে ভাইস চেয়ারম্যান পদে ১৮৮৬৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আলাল মিয়া (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫৬০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুক্তি চক্রবর্তী (কলস)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status