দেশ বিদেশ

পছন্দের প্রার্থীদের জেতাতে মরিয়া এমপিরা

কাজী সোহাগ

১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

পছন্দের প্রার্থীদের জেতাতে মরিয়া সরকারদলীয় এমপিরা। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- এই বার্তা পৌঁছে যাওয়ার পর এখন উপজেলা নির্বাচন হচ্ছে মূলত নিজেদের মধ্যেই। অর্থাৎ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এখন আওয়ামী লীগই। বেশির ভাগ এলাকায় বিএনপির প্রার্থীরা দলীয় নির্দেশ মেনে নির্বাচন থেকে সরে আছেন। তাই নির্বাচন জমজমাট করতেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পদক্ষেপ থেকে পিছিয়েছে আওয়ামী লীগ। আর এ সুযোগটি কাজে লাগাচ্ছেন স্থানীয় এমপিরা। দলের পক্ষ থেকে যাদের হাতে নৌকা প্রতীক তুলে দেয়া হচ্ছে তারা যদি এমপির অনুগত না হন তাহলে স্থানীয় এমপি সমর্থন দিচ্ছেন অন্য প্রতীকের প্রার্থীকে। ওইসব প্রার্থী স্বতন্ত্র হয়ে লড়ছেন নির্বাচনী যুদ্ধে। তাদের পাশে ছায়ার মতো ভূমিকা পালন করছে সমর্থন দেয়া এমপিরা। কোথাও কোথাও সরাসরি প্রভাব বিস্তার করছেন।

নির্বাচন কমিশনের কাছেও এমপিরা কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এরইমধ্যে নির্বাচন কমিশন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ ১১ জন সরকারদলীয় এমপিকে এলাকা ছাড়ার নোটিশ দিয়েছেন। এর মধ্যে কয়েক এমপি কমিশনের নোটিশ পেয়ে এলাকা ছেড়েছেন। তবে বেশির ভাগ এমপি কমিশনের ওই নির্দেশ মানেননি। বিষয়টিকে দলের পক্ষ থেকে কিভাবে দেখা হচ্ছে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান মানবজমিনকে বলেন, যাদের নৌকা প্রতীক দেয়া হয়েছে তাদের দল থেকেই মনোনয়ন দেয়া হয়েছে। এখন এমপিরা যদি তাদের বিরুদ্ধে কাজ করে তাহলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কারণ আগেই দলীয় নির্দেশনা অমান্যকারীদের বিষয়ে দল থেকে সতর্ক করা হয়েছে।

আর যেসব এমপিকে নির্বাচন কমিশন নোটিশ দিয়েছেন সেটা আসলে তাদের বিষয়। তাছাড়া এমপিরা তো স্থানীয় নির্বাচনে কোনো ধরনের ভূমিকা পালন করতে পারেন না। গত ২৭শে ফেব্রুয়ারি রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, ২৮শে ফেব্রুয়ারি নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এছাড়া মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), আবু জাহির (হবিগঞ্জ-৩), আছলাম হোসেন সওদাগর (কুড়িগ্রাম-১), এম এ মতিন (কুড়িগ্রাম-৩), মোতাহার হোসেন (লালমনিরহাট-১) কে এলাকা ছাড়ার নোটিশ দেয়া হয়। সর্বশেষ শনিবার এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ও কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সারওয়ার কমলকে।

তবে ডেপুটি স্পিকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে নির্বাচনী এলাকায় গিয়েছিলেন তিনি। উপজেলা নির্বাচনে ভোট দিতে ও চাচাতো ভাবির কুলখানিতে অংশ নেয়ার জন্য তিনি এলাকায় যান। পরে নির্বাচন কমিশন থেকে নোটিশ দেয়া হলে তিনি এলাকা ত্যাগ করেন।
সংশ্লিষ্টরা জানান, পঞ্চম উপজেলা পরিষদের চার ধাপের নির্বাচনে ৩০ উপজেলায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এ নির্বাচনে বিএনপিসহ অনেক দল অংশ না নেয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত রাজনৈতিক-প্রশাসনিক চাপে প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বলেও ইসির কাছে অভিযোগ এসেছে। এ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা কলকাঠি নাড়ছেন বলে ইসি অভিযোগ পেয়েছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল থেকে জানা গেছে, ৮৭টি উপজেলায় তফসিল ঘোষণা করে ৬৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয় গত ১০ই মার্চ। আদালতের আদেশে চারটি এবং নির্বাচন কমিশনের নির্দেশে তিনটি উপজেলায় ভোট স্থগিত হয়।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ১১টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। দুটি উপজেলায় ফল ঘোষণা করা হয়নি। ৭৮টি উপজেলার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ৫৫টিতে আওয়ামী লীগ মনোনীতরা জয় লাভ করে। ১২ জন আওয়ামী লীগের বিদ্রোহী ও ১১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। যদিও বিদ্রোহীরা স্বতন্ত্র হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের মধ্যে গত ১০ই মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার। তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে  ২৪ ও ৩১শে মার্চ এবং পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ হবে ১৮ই জুন। এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status