খেলা

টিনএজ ‘ওয়াইল্ড কার্ড’ আন্দ্রেস্কুর চমক

স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৯:৪৭ পূর্বাহ্ন

তিন মাস আগেও মহিলা একক টেনিস র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ১৭৮তম। বিশেষ বিবেচনার ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিয়ে এবারের ইন্ডিয়ান্স ওয়েলস আসরে খেলতে নামেন টিনএজ তারকা বিয়াঙ্কা আন্দ্রেস্কু। আর ফাইনালে তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী জার্মান তারকা অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে পেলেন ক্যারিয়ারে প্রথম বড় শিরোপার স্বাদ। গতকাল মহিলা এককের ফাইনালে কারবারের বিপক্ষে ৬-৪, ৩-৬ ও ৬-৪ গেমে জয় কুড়ান কানাডার ১৮ বছর বয়সী টেনিস তারকা বিয়াঙ্কা আন্দ্রেস্কু। ইন্ডিয়ান ওয়েলসে প্রথম ওয়াইল্ড কার্ড তারকা হিসেবে শিরোপা জিতলেন ১৮ বছর ২৭৪ দিন বয়সি বিয়াঙ্কা। আসরের চতুর্থ বয়োকনিষ্ঠ শিরোপাজয়ী খেলোয়াড় তিনি। এমন শীর্ষ রেকর্ডে ১৯৯৯ সালে শিরোপা জেতেন ১৭ বছর ১৬৯ দিন বয়সী মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস।
ক্যালিফোর্নিয়ায় শিরোপা জয় শেষে র‌্যাঙ্কিংয়ের ২৪তম স্থানে উঠে এলেন রুমানিয়ান বংশোদ্ভূত তারকা বিয়াঙ্কা আন্দ্রেস্কু। ইন্ডিয়ান ওয়েলস জয় শেষে আন্দ্রেস্কু বলেন, অবিশ্বাস্য। আপনার নিজের ওপর বিশ্বাস থাকলে যেকোনো কিছু সম্ভব। আমার পরবর্তী লক্ষ্য গ্র্যান্ড স্লাম। শিরোপা নির্ধারণী তৃতীয় সেটে সার্ভিস হারিয়ে পেছনে পড়েন আন্দ্রেস্কু। টানা তিন গেম জিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যান কারবার। এ সময়  কাঁধের চোট নিয়ে চিকিৎসকের সাহায্যও নিতে হয় আন্দ্রেস্কুকে। ক্যালিফোর্নিয়ার গরমে কাতর আন্দ্রেস্কু নিজের কোচকে ডেকে বলেন, ‘আমি ক্লান্ত। আর চালিয়ে যেতে পারছি না।’ কোচ সিলভাইন বলেন ‘চালিয়ে যাও’। পরে টানা পাঁচ গেম জিতে শিরোপা উদ্‌যাপন করেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। পাওয়ার টেনিসের নতুন তারকা আন্দ্রেস্কু চলতি মৌসুম মহিলা এককে ২৮টি জয় পেলেন। মেয়েদের টেনিসে চলতি মৌসুম আর কোনো খেলোয়াড়ের এত জয়ের কৃতিত্ব নেই। বছরের শুরুতে অকল্যান্ডে শীর্ষ খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি, ভেনাস উইলিয়ামস ও সিয়ে সু-ওয়েকে হারিয়ে ফাইনালে পৌঁছেন আন্দ্রেস্কু। আর ইন্ডিয়ান ওয়েলসে তিনি হারান সিবুলকোভা, মুগুরুজা, সভিতোলিনার মতো শীর্ষ খেলোয়াড়দের। আর গতকাল খেলা শেষে টুইটার বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিখেন ‘ওয়াইল্ড কার্ড থেকে ইন্ডিয়ান ওয়েলসের চ্যাম্পিয়ন। ইতিহাস গড়লেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। অভিনন্দন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status