অনলাইন

একই দিনে বিশ্ববিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর বিয়ে

অনলাইন ডেস্ক

১৮ মার্চ ২০১৯, সোমবার, ৯:১৯ পূর্বাহ্ন

প্রতিবছরের মত এবারো ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় শিক্ষার্থীদের গণবিবাহ উৎসব। ‘’জান্নাত পর্যন্ত সহযাত্রী’’ এই শিরোনামে ২২তম এই বিবাহ উৎসবে ৬০০ শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সমস্ত আয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করে থাকে। এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত কোনো খরচ করতে হয়না।
জানা গেছে, ইরানের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই সর্বোচ্চ ধর্মীয় নেতার তত্ত্বাবধানে একটি সংস্থা রয়েছে। যে সংস্থার মাধ্যমে প্রতিবছর শিক্ষার্থীরা বিনা খরচে গণবিবাহ উৎসবে রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়ে থাকেন। এবছর এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন।
সমাজের জাঁকজমকপূর্ণ বিয়ের উৎসবের বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উৎসবে শিক্ষার্থীদের আগ্রহ অবাক করার মত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status