বাংলারজমিন

এক গোছা তামাক দিলেই একটি আইসক্রিম

লালমনিরহাট প্রতিনিধি

১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৮:২৫ পূর্বাহ্ন

এক গোছা তামাক। বিনিময়ে দেয়া হচ্ছে একটি আইসক্রিম। বিষাক্ত তামাক এখন শিশুদের খাবারের পয়সা। চিকিৎসকের মতে লালমনিরহাট জেলায় কয়েক হাজার শিশু তামাকের নিকোটিনে হয়ে পড়ছে অসুস্থ। বাড়ি, সড়ক, ঘর এমনকি বিদ্যালয় মাঠও তামাকের রাজ্যে পরিণত হয়েছে। উত্তরের জেলা লালনিরহাট তামাকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। নিয়ন্ত্রণহীনভাবে চলছে তামাকের চাষ। চাষ শেষে বিষাক্ত তামাক শুকানোর মৌসুম চলছে এখন। তামাক শুকানো হচ্ছে খোলামেলা পরিবেশে। তামাক শুকানো হচ্ছে গ্রামীণ সড়কে। গ্রামীণ পাকা-কাঁচা সড়কগুলোয় তামাক শুকানোর জন্য ঝুলিয়ে রাখায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। শুধু সড়ক নয়- বিদ্যালয় মাঠ দখল করে বিষাক্ত তামাক শুকানোর ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তামাকের বিষাক্ত নিকোটিনের কারণে জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকের মতে খোলামেলা পরিবেশে বিষাক্ত তামাক শুকালে শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। লালমনিরহাট ও আদিতমারী দুই উপজেলার প্রায় ২ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। শিশুরা রয়েছে ঝুঁকিতে। আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সরজমিন দেখা গেছে মরহুম আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুকানো হচ্ছে তামাক। প্রধান শিক্ষক মো. শাহিনুর রহমান জানালেন, তামাক শুকানো বাধা দিলেও তামাক মালিকরা কোনো কর্ণপাত করে না। বরং মালিকরা জড়ো হয়ে হুমকি-ধমকি দেয়। তবে, বিষয়টি উপর মহলে জানানো হয়েছে। বিদ্যালয়ের ছাত্র রাসেল মিয়া জানান, স্কুলে গিয়ে টিফিনে ছোটাছুটি করতে পারি না তামাক শুকানোর কারণে। স্কুলের ছাত্রী রেশমা আক্তার জানান, স্কুলে আসলে তামাকের বিষাক্ত গন্ধ আমরা ক্লাস করতে পানি না। বমি বমি লাগে। মাথা ব্যথা ও কোনো কিছু ভালো লাগে না। অপর এক ছাত্র জানান, তামাকের কারণে আমরা ভালোভাবে স্কুলে লেখাপড়া করতে পারি না। প্রাথমিক বিদ্যালয়ে কোলমলমতি তিন শতাধিক শিশু পড়াশোনা করে এই বিদ্যালয়ে। জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী, সারপুকুর, দুর্গাপুর, সারপুকুর মাস্টারপাড়া, চওড়াটারী, মহিষখোচা, সরলখা, দুর্গাপুর ভাটাপাড়াসহ আরো অনেক এলাকার সড়কগুলো শুধু না বাড়ি, ঘড়, শুকনো পুকুর, মসজিদ, মন্দির, বিদ্যালয় আশপাশ খোলামেলা পরিবেশে শুকানো হচ্ছে তামাক। তামাক শুকানোর সময় অনেক সময় পরিবেশ দূষিত হয়ে দূষিত বাতাস ছড়ানোর কারণে শিশুদের ক্ষেত্রে নানান রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নবিউর রহমান জানালেন, তামাকের নিকোটিনের কারণে শিশুরা ঝুঁকিপূর্ণ রয়েছে। নিকোটিনের কারণে শিশু ও বৃদ্ধরা নানান জটিল অসুস্থ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। শিশুদের মাক্স পরে চলাচল করার পরামর্শ দিয়েছে চিকিৎসক। খোলামেলাভাবে গ্রামীণ সড়কগুলোতে যেন তামাক শুকানোর জন্য ব্যবহার করতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, খোলামেলা তামাক শুকালে ব্যবস্থা নেয়া হবে। তামাক মুক্ত গ্রামীণ সড়ক ও বিদ্যালয় মাঠ তাই পরিবেশ রক্ষায় তামাক চাষ নিয়ন্ত্রণে আনার দাবি এলাকাবাসীর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status