অনলাইন

ছেলেকে বাঁচাতে গুলির সামনে বুক পেতে দেন বাবা

অনলাইন ডেস্ক

১৮ মার্চ ২০১৯, সোমবার, ৫:৪৩ পূর্বাহ্ন

জুলফিকার সিয়াহ। মাত্র দুই মাস আাগে ইন্দোনেশিয়া থেকে স্ত্রী-পুত্র নিয়ে নিউজিল্যান্ডে এসেছেন জুলফিকার। সবার কাছে মেধাবী ও পরিশ্রমী আর্টিস্ট হিসেবে পরিচিত সে। কিন্তু ঘাতকের বুলেট বেশিদিন সুখে শান্তিতে থাকতে দিল না সদালাপী জুলফিকার কে। তবে আহত হওয়ার আগে যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন তা দিনের পর দিন অনন্য উধারণ হয়ে থাকবে পৃথিবীর আর দশটা পিতার কাছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার সময় হামলাকারীর গুলির সামনে দাঁড়িয়ে দুই বছরের ছেলের প্রাণ বাঁচিয়েছেন জুলফিকার। শরীরে বেশ কয়েক জায়গায় গুলি লেগেছে তার। গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।   

সিয়াহর আমেরিকান স্ত্রী আল্টা মারি এক ফেইসবুক পোস্টে লিখেছেন, লিনউড মসজিদে হামলার সময় আমার স্বামী ছেলেকে আড়াল করেছিলেন। এতে অধিকাংশ গুলি তার গায়ে লাগে এবং তিনি আমাদের ছেলের চেয়ে অনেক বেশি আহত হন।
এই পরিবারকে সহায়তায় ''Help Young Family Victimi“ed by Terrorist Attack''   শিরোনামে একটি ফান্ডরাইজিং পেইজ  খোলা হয়েছে। ৫০ হাজার ডলারের লক্ষ্য নিয়ে খোলা ফান্ডে এখন পর্যন্ত ২৪ হাজার ডলার জমা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status