অনলাইন

‘ভোটার না আসলে আমরা কি করবো?’

শ্রীমঙ্গল প্রতিনিধি:

১৮ মার্চ ২০১৯, সোমবার, ১১:৪৭ পূর্বাহ্ন

সকাল দশটা। শ্রীমঙ্গল সরকারি কলেজের পুরুষ ভোট কেন্দ্র ছিল একেবারেই ফাঁকা। এই ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৯৮৮। এ কেন্দ্রে ভোট শুরুর ২ ঘন্টায় কাস্ট হয়েছে ২০১টি।

কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আনসার সুমন বলেন, ভোটার বাড়িতে, মানুষ ভোটে আসতে চায় না, আমরা কী করব? এখানে কোনো ভোটার নেই, পুরো ভোট সেন্টার খালি। মাঝে মধ্যে ১-২ জন  ভোটার আসছেন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলাউদ্দিন জানালেন লাইন ধরার মত ভোটার আসেনি। সকাল থেকে এ পর্যন্ত ২০১টি ভোট পড়েছে। কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সাহা বলেন, ভোটার না আসলে আমরা কি করব, হয়তো দুপুরের পর  ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে পারে।

এ ভোট কেন্দ্রের পাশেই দি বার্ডস রেসিডেন সিয়্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র। ওই কেন্দ্রের   প্রিজাইডিং অফিসার নোমান আহমেদ সিদ্দিকি জানান, এ মহিলা ভোট কেন্দ্রের মোট ভোটার ২১৫৭ জন। সোয়া দুই ঘন্টায় ভোট পড়েছে ৯৫ টি। কেন্দ্রের ডিউটিরত আনসার আলমগীর বললেন ভোটার কেনে আয় না, কইতাম পারি না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status