খেলা

রাতে ঘুম হয়নি ‘ভাগ্যবানদের’

স্পোর্টস রিপোর্টার

১৮ মার্চ ২০১৯, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

ক্রাইস্ট চার্চের মসজিদে গুলি করতে করতে ঢুকলো সন্ত্রাসী। সেখানে মাটিতে লুটিয়ে পড়েন সাধারণ মানুষ। তাতেও ক্ষান্ত হলো না ঠান্ডা মাথার খুনি। তার নারকীয় হত্যাযজ্ঞ আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভও করতে থাকে। ১৭ মিনিটের এই ভিডিওতে ধারণ হতে পারতো বাংলাদেশের ক্রিকেটাররাও। কিন্তু নানা কারণে মসজিদে যেতে দেরি হয় তামিম ইকবাল, মুশফিকুর রহীমদের। কিন্তু পরে সেই ভিডিও দেখার পর নিজেদের ভাগ্যবান ভাবা ছাড়া আর কিই বা আছে! দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সেই কথাই জানালেন। তিনি বলেন, ‘আমরা সারা রাত ঘুমাতে পারিনি। যখন রুমে ছিলাম, একটা কথাই মনে হচ্ছিল যে আমরা কতটা ভাগ্যবান! বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যখন যোগাযোগ হলো তাঁরা আমাদের উদ্ধার করলেন। বিসিবিকে ধন্যবাদ, পাপন ভাইকে (নাজমুল হাসান) ধন্যবাদ। দেশবাসীকে বলব, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ।’
দলের সিনিয়র সদস্যরাই ছিলেন দেশে ফেরার জন্য অস্থির। আর তরুণদের অবস্থাতো বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ভিডিও দেখার পর থেকে টেস্টে স্পেসালিস্ট ব্যাটসম্যান মুমিনুলের ঘুম হারাম হয়ে গেছে। তিনি বলেন, ‘রাতে ঘুমাতে পারিনি। বারবার ভয়াবহ ঘটনা চোখে ভাসছে। বিশেষ করে ওই লোকটার গুলি করার ভিডিও দেখার পর আরো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। কী বড় বিপদ থেকে যে আমরা রক্ষা পেয়েছি!’ ইতিহাসের ভয়াবহ এই হত্যাযজ্ঞ থেকে প্রাণে বেঁচে দেশে ফিরেছেন দেশের প্রিয় ক্রিকেটাররা। এখন তাই তাদের খেলা নিয়ে না ভেবে এই আঘাত ভোলার সময় প্রয়োজন। যে কারণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘২২ ঘণ্টার ভ্রমণ। এত লম্বা ভ্রমণে তাঁরা সবাই ক্লান্ত। মানসিকভাবে ভেঙে পড়েছে অনেকেই। এখন ওদের সঙ্গে কথা বলার কিছু নেই। আমরা বলেছি, বাসায় যাও। ঠাণ্ডা মাথায় নিজেদের মতো করে যেভাবে ভালো লাগে সময় কাটাও। খেলাধুলা নিয়ে এ মুহূর্তে কোনো চিন্তাভাবনা করবে না। পরিবারের সঙ্গে সময় কাটাও।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status