দেশ বিদেশ

নতুন সাজে মেয়র আনিসুল হক সড়ক

স্টাফ রিপোর্টার

১৮ মার্চ ২০১৯, সোমবার, ৯:২১ পূর্বাহ্ন

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কের ‘তেজগাঁও রেলক্রসিং থেকে সাতরাস্তা মোড়’ পর্যন্ত সেজেছে নতুন রূপে। সড়কের দুই পাশের দেয়াল এখন রঙ-তুলিতে নানা চিত্র ধারণ করেছে। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এ ছাড়া দেশের ঐতিহ্য, ইতিহাস ও ঐতিহাসিক ঘটনা, স্বাধীনতা ও ভাষা আন্দোলন, দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে এখানে। আঁকা হচ্ছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সহ আরো নানা চিত্রকর্ম। আর এসব চিত্র দিয়ে সাজিয়ে তোলার কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৮০ শিক্ষার্থী। তাদের নির্দেশনায় ছবি আঁকছে আশেপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও তাদের সঙ্গে ছবি এঁকেছেন আনিসুল হক সড়কে।
প্রায় তিনশ’ শিক্ষার্থী নিজেদের তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন প্রয়াত মেয়র আনিসুল হক সড়কের দুই পাশের দেয়ালগুলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল বিশেষ এ কর্মসূচির আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় ঝাড়ু দিয়ে আনিসুল হক সড়কে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমেরও উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি সড়কের দুই পাশের দেয়ালে চিত্রাঙ্কন পরিদর্শন করেন। এ কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আতিকুল ইসলাম বলেন, আমাদের সম্পদ, লোকবল সীমিত কিন্তু আমাদের প্রত্যয় আছে কাজ করার। তাই ডিএনসিসির সবাইকে বলতে চাই, আমাদের যা কিছু আছে তা নিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে আসুন আমরা প্রতিজ্ঞা করি- রাজধানী ঢাকাকে ভালোবেসে আমরা কোথাও যত্রতত্র ময়লা ফেলবো না। আসুন সবাই মিলে একটি পরিচ্ছন্ন সুন্দর ঢাকা গড়ি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দিনরাত ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন দেশের জন্য, জনগণের জন্য। তিনি যদি এত কাজ, পরিশ্রম করতে পারেন তাহলে আমরা কেন একটি সুন্দর ঢাকা গড়ে তুলতে পারবো না। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের শপথ হোক- ‘সবাই মিলে স্বপ্নের পরিচ্ছন্ন, সুন্দর ঢাকা গড়ে তুলি’।
সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, ডিএনসিসি ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি, ডিএনসিসির কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী শিশু, রাজনৈতিক ও শ্রমজীবী-সামাজিক-ব্যবসায়িক- পেশাজীবী সংগঠন সদস্যরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status