বাংলারজমিন

সিলেটে লড়ছেন ১৭৬ প্রার্থী

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ মার্চ ২০১৯, সোমবার, ৮:৩৬ পূর্বাহ্ন

সিলেটের ১২ উপজেলায় আজ ভোটগ্রহণ। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৬ প্রার্থী। গতকাল রোববার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জামাদি পৌঁছে দিয়েছে কমিশন। রোববার দুপুরের পর থেকে ভোটগ্রহণের ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালিসহ বিভিন্ন সরঞ্জাম নির্বাচন কমিশন থেকে বুঝে নেন কর্মকর্তারা। পরে কঠোর নিরাপত্তায় এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সিলেটের ১২ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮১৬টি। সিলেট জেলার মোট ভোটার ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। ১২ উপজেলার মধ্যে সদর ও দক্ষিণ সুরমা সিলেট মহানগর পুলিশের আওতাভুক্ত। বাকি ১০ উপজেলা সিলেট জেলা পুলিশের আওতায়। পুলিশ জানায়, নির্বাচনে এসএমপির দুই উপজেলায় থাকবে ২১টি স্ট্রাইকিং টিম, ৪৪টি মোবাইল টিম, দেড় হাজারেরও বেশি পুলিশ সদস্য, ২ হাজার ২৮ জন আনসার সদস্য, বিজিবি ও র‌্যাবের সদস্যরাও নির্বাচনি মাঠে থাকবেন। সিলেট জেলা পুলিশের আওতায় ১২ উপজেলায় মোতায়েন থাকবে ২ হাজার ৬০০ পুলিশ সদস্য। থাকবেন বিজিবির ৪২৭ জন সদস্য, ১৩০ জন র‌্যাব সদস্য ও আনসার সদস্য ৯ হাজার ৭৮২ জন। এছাড়া থাকবে ১৫টি স্ট্রাইকিং টিম ও ১০০টি মোবাইল টিম। সিলেটের যে উপজেলাগুলোতে ভোট হচ্ছে- সিলেট সদর, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার। ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ৫৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status