এক্সক্লুসিভ

নিউজিল্যান্ডে মসজিদে হামলার নিন্দা ড. কামালের

স্টাফ রিপোর্টার

১৬ মার্চ ২০১৯, শনিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে জুমার নামাজ আদায় করার সময় সন্ত্রাসী হামলায় বাংলাদেশিসহ অসংখ্য নাগরিক নিহত ও আহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু। গতকাল এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নিউজিল্যান্ড একটি শান্তিপ্রিয় দেশ। মসজিদে এ ধরনের সন্ত্রাসী নারকীয় ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আমরা মর্মাহত। সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। নেতৃবৃন্দ আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে তার জন্য জোরালো পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status