দেশ বিদেশ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার তালবাহানা করছে: ড্যাব

স্টাফ রিপোর্টার

১৫ মার্চ ২০১৯, শুক্রবার, ৯:৫৬ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার তালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ড্যাব আয়োজিত মানববন্ধন ও মৌন মিছিলে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন। নেতারা বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর থেকে সরকার তার চিকিৎসা নিয়ে তালবাহানা এবং উদাসীন আচরণ করছে। দেশের বয়োবৃদ্ধ এই নেত্রী নানাবিধ জটিল রোগে ভুগছেন। বারবার দেশের চিকিৎসক সমাজ, তার পরিবার ও বিএনপি নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে জোর দাবি সত্ত্বেও তার সুচিকিৎসা নিশ্চিত করার কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। লোক দেখানো ভাবে একটি মেডিকেল বোর্ড গঠন করে বিএসএমএমইউতে নিয়ে আসা হলেও কোনো উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এমনকি উচ্চ আদালত থেকে সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও দেশনেত্রী খালেদা জিয়ার পছন্দমত হাসপাতালে স্থানান্তর করা ও পছন্দের চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়নি। ড্যাব নেতারা বলেন, আমরা সচেতন চিকিৎসক সমাজ দেশের সবচেয়ে জনপ্রিয় এই নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে তার পছন্দের হাসপাতালে স্থানান্তর, চিকিৎসার মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং অতিসত্বর নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। ড্যাবের আহ্বায়ক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মো. ওবায়দুল কবির খান এ পরিচালনায় মানববন্ধন ও মৌন মিছিলে ড্যাবের কোষাধ্যক্ষ ডা. একেএম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, সাবেক মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রফেসর ডা. গাজী আবদুল হক, সাবেক সহ-সভাপতি ডা. মো. আবদুল কুদ্দুস, ডা. এটিএম ফরিদউদ্দিন, ডা. নাসিরউদ্দিন পনির, ডা. ইকবাল, ডা. রফিকুল ইসলাম, ডা. মেহেদী হাসান, ডা. শেখ ফরহাদ, ডা. মোহাম্মদ ফখরুজ্জামান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. বি গণি ভূঁইয়া, সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাক রহিম স্বপন, ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ডা. এম এ সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিলসহ শতাধিক চিকিৎসক আরো উপস্থিত ছিলেন।  


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status