বাংলারজমিন

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৫ মার্চ ২০১৯, শুক্রবার, ৯:৫৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ শহরে প্রতিষ্ঠিত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বপ্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ- এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা, ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান ও ট্রেজারার অনিল চন্দ্র সাহা কেক কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর মো. রফিকুল আলম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আরজ আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, প্রক্টর রিয়াদ আহমেদ তুষার, লাইব্রেরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের প্রথম দিন গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতশবাজি ও ফানুস উড়ানো হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১২ সালের ১৪ই মার্চ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বপ্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কিশোরগঞ্জ শহরে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়টি অত্যন্ত সুনামের সঙ্গে পাঠদানসহ যাবতীয় শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে বৃত্তির ব্যবস্থাও রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status