বাংলারজমিন

রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৫ মার্চ ২০১৯, শুক্রবার, ৯:১১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মিয়া (২৬) নামে ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৪ ব্যক্তিকে আটক করেছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার  ভোলাব ইউনিয়নের টাওরা শিমুলতলী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত সাতটার দিকে টাওরা শিমুলতলী এলাকার মজিবুরের ছেলে ও ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক  সোহেলকে তার বন্ধু একই এলাকার মৃত নূরউদ্দিনের  ছেলে সিরাজ মিয়া গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে পার্শ্ববর্তী ডাঙ্গাবাজারে ডেকে নিয়ে যায়। সেখান থেকে তারা দুইজন বাড়ি ফেরার পথে স্থানীয় জনৈক তমু মিয়ার লাউয়ের মাচার কাছে এলে আগে থেকে ওঁৎপেতে থেকে ১৫/২০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করলে কৌশলে সিরাজ মিয়া সেখান থেকে পালিয়ে যায়। সোহেল জীবন বাঁচাতে  দৌড়ে টাওরা শিমুলতলী এলাকার লালমিয়ার বাড়ির সামনে পৌঁছলে হামলাকারীরা তাকে আটকে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করে ফেলে। একপর্যায়ে হত্যাকারীরা মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে তার দু’টি পা বিচ্ছিন করে ফেলে রেখে চলে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য সোহেলের বন্ধু সিরাজ, মজিবুর, হাসান ও ইউছুফকে আটক করেছেন।  
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসান বলেন, পূর্ব-শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত দু’সপ্তাহ পূর্বে আওয়ামী লীগ নেতাদের তৎপরতায় সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছিল। হত্যাকাণ্ডের সঙ্গে সে ঘটনার  যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তাছাড়া স্থানীয় কামাল, লোকমানের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে সোহেলের বিরোধ চলে আসছিল বলে স্থানীয় একটি সূত্র থেকে জানা গেছে সে বিষয়েও নজর দেয়া হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status