রকমারি

গরুর কারণে নতুন আইন

অনলাইন ডেস্ক

১৩ মার্চ ২০১৯, বুধবার, ৫:০৩ পূর্বাহ্ন

অস্ট্রিয়ার টিরোল অঞ্চল তার প্রাকৃতিক সৌন্দার্যের জন্য বিখ্যাত। এছাড়া সেখানকার খামার ও পশুপাখি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। ফলে সেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। তবে এক বিবৃতিতে অস্ট্রিয়ার সরকারের পক্ষে জানানো হয় যে, এখন থেকে পর্যটকদের বিশেষ আচরণ বিধি মেনে চলতে হবে।

কারণ ২০১৪ সালে একটি গরুর পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যান এক জার্মান নারী৷ মৃত নারীর পোষা কুকুরকে ভয় পেয়েই ক্ষিপ্ত হয়ে ওঠে গরুটি৷ এমন ঘটনা রুখতে নতুন আইন প্রণয়ন করা হয়েছে৷

নতুন আইন বলছে, নিজেদের পোষা পশুদের নিয়ে বেড়াতে গেলে মানতে হবে বিশেষ কিছু নিয়ম৷ আগের মতো, খামারে বেড়ানোর সময় পোষ্যদের লাগাম পরিয়ে রাখা যাবে না৷ এর পাশাপাশি, খামারের মালিকদের বলা হয়েছে শক্ত বেড়া লাগানোর ব্যবস্থা করতে৷উল্লেখ্য, ২০১৪ সালের ঘটনা যে ব্যক্তির খামারে ঘটে, তাঁকে বিশাল অংকের জরিমানা দিতে হয়েছে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, খামারের গরুদের আটকে রাখতে যথেষ্ট উদ্যোগ নেননি তিনি৷

অস্ট্রিয়ার পর্যটনমন্ত্রী এলিজাবেথ ক্যোস্টিঙ্গার বলেন, আমরা খামারগুলিকে সম্পূর্ণরূপে আবদ্ধ করে রাখতে চাইনা৷ তাই আমরা নতুন আইনের মাধ্যমে পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে চাইছি৷
সূত্র- ডিপিএ, রয়টার্স
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status