শিক্ষাঙ্গন

দুই মাসের সেশনজট নিয়ে বেরোবির ক্লাস শুরু

বেরোবি প্রতিনিধি

৩ মার্চ ২০১৯, রবিবার, ৫:৪৩ পূর্বাহ্ন

দুই মাসের জট মাথায় নিয়ে শুরু হলো বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় (বেরোবি) ২০১৮-১৯ সেশনের ¯œাতক প্রথম বর্ষের ক্লাস। আজ আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ^বিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগ।
জানা যায়, গত বছরের ২-৫ই ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ¯œাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এরপর সাক্ষাতকারসহ বিভিন্ন জটিলতায় প্রায় দুই মাস বিলম্ব করার পর নানান সমালোচনার মুখে সেন্ট্রাল ওরিয়েন্টেশন ছাড়াই ক্লাস শুরু করল বিশ^বিদ্যালয় প্রশাসন।
দুই মাসের জট নিয়ে ক্লাস শুরুর ব্যাপারে জানতে চাইলে বেরোবির রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমি এ ব্যাপারে কিছু জানিনা। গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান বিশ^বিদ্যালয়ের মূখপাত্র। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন। এ ব্যাপারে তাবিউর রহমান প্রধান বলেন, আমরা আসন শুন্য রেখে নবীনদের ক্লাস শুরু করতে চাইনি, তাই ক্লাস শুরু করতে দুই মাস দেরি হয়েছে। আমরা আশা করছি, বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যেগে এবং বিভাগগুলোর আন্তরিকতায় এটি কাটিয়ে উঠবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status