শিক্ষাঙ্গন

বেরোবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ৩ মার্চ

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৩:২৫ পূর্বাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ইং সেশনের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ মার্চ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান এ তথ্য জানান।
তাবিউর রহমান বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আগামী ৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ অফিসিয়ালি ক্লাস শুরু করবে। তবে এবার নবীনবরণ অনুষ্ঠান কিছুটা বিলম্ব হবে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন  জটিলতার কারনে এবারে ক্লাস শুরুর কিছুদিন পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে নবীনদের বরণ করবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৮-১৯ইং শিক্ষাবর্ষে ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগে ভর্তি হয়েছেন প্রায় এক হাজার ৩১৫জন শিক্ষার্থী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status