দেশ বিদেশ

চকবাজারের আগুনে বিএনপির সমপৃক্ততার সন্দেহে তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ১০:০২ পূর্বাহ্ন

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিএনপির সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে বিষয়টি খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার সকালে চট্টগ্রাম দেওয়ান বাজারের নিজ বাসভবনে স্থানীয় দুজন কবির লেখা দুটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বক্তব্যে বলছেন গণতন্ত্র নেই বিধায় চকবাজারে আগুন লেগেছে। কিন্তু চকবাজারে আগুনের সঙ্গে গণতন্ত্রের কী সমপর্ক তা আমি জানি না। তবে এ কথার মাধ্যমে এটি ব্যাখ্যা দেয়া যায় যে, পেট্রোলবোমার মতো এটার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে। সেটি খতিয়ে দেখা প্রয়োজন।
তথ্যমন্ত্রী বলেন, ফখরুল সাহেব সমপর্কে আমার ধারণাটা অনেক উচ্চ ছিল। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে তিনি প্রচণ্ড অবান্তর কথা বলছেন। গণতন্ত্র নেই বলে চকবাজারে আগুন লেগেছে এটি কী রকম দায়িত্ব জ্ঞানহীন কথা? তথ্যমন্ত্রী বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, ভারতে জঙ্গি হামলায় সেনা নিহতের পর ভারতের সকল বিরোধী দল যেভাবে সরকারকে সহযোগিতা করছে, সেটা থেকে শিক্ষা নিন। এ ধরনের অবান্তর কথা না বলে সরকারকে সহযোগিতা করুন।
কবি আবদুর রউফ-এর কাব্যগ্রন্থ দৃষ্টির গোপন গহিনে এবং কবি মনজিল মুরাদ লাভলুর কাব্যগ্রন্থ ভাঁজ ভাঙ্গা ঘ্রাণ’ এর মোড়ক উন্মোচন করে তথ্যমন্ত্রী বলেন, সন্তানদের হাতে স্মার্টফোনের বদলে কবিতার বই তুলে দিন। এ জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সমপাদক প্রফেসর সেকান্দর চৌধুরী ও আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status