বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৬

২৪ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাবা-ছেলে
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম মহানগরীর কদমতলি ফ্লাইওভারের মুখে ছোট মসজিদের সামনে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের। শুক্রবার রাত ১১টার দিকে নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত বাবা হলেন- মো. সগির (৫০) ও তার ছেলে মোহাম্মদ জোনায়েদ (১০)। শিপইয়ার্ড ব্যবসায়ী সগির ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার মালেক কোম্পানির বাড়ির মৃত আলী আকবরের ছেলে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।  তিনি জানান, শুক্রবার নগরীর কাজীর দেউরি এলাকায় হল টুয়েন্টিফোর কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠানের পর বাবা ও ছেলে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা বেপরোয়া একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। গুরুতর আহত বাবা-ছেলেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান স্থানীয়রা।  

কালিহাতীতে ২
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে হাতিয়া নামকস্থানে গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
এ ঘটনায় অনন্ত ৬ জন আহত হন। নিহতরা হলেন- মাইক্রোবাসচালক মোশারফ হোসেন মুসা ও চাঁপাই নবাবগঞ্জ জেলার সৈয়দ শাহজামাল। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক বলেন, হতাহতরা চাঁপাই নবাবগঞ্জ থেকে একটি মাইক্রোবাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় তারা উপজেলার হাতিয়া নামকস্থানে পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয় ও ৬ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন এবং নিহতদের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু থানায় রাখা হয়।
ধনবাড়ীতে ১
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (২৯) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার নলহড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ওরিয়ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ধনবাড়ী উপজেলায় কর্মরত ছিলেন। আমিনুল জামালপুরের ইসলামপুর উপজেলার ইমলামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী একটি ট্রাক নলহড়ায় যাত্রীবাহী অটোকে চাপা দিলে অটোর যাত্রী আমিনুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

আড়াইহাজারে ১
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আড়াইহাজারে শরীফ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সে স্থানীয় পুরিন্দা বড়বাড়ি এলাকার শাজাহানের ছেলে। শুক্রবার রাত ৮টায় পুরিন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে বাসটি দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে বাসটি দ্রুত পালিয়ে যায়। আড়াইহাজার থানার ডিউটি অফিসার এএসআই আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিকে চাপা দিয়ে চালক বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status