খেলা

বিপিএলের হতাশা ঢাকা লীগে কাটাতে চান আশরাফুল

স্পোর্টস রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

ঢাকা প্রিমিয়ার লীগের গত আসরে দারুণ খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে করেছিলেন ৫টি সেঞ্চুরি। ১৩ ম্যাচে ৬৬৫ রান করে হয়েছিলেন লীগের পঞ্চম সর্বাধিক রান সংগ্রহকারী। দল ভালো না করলেও পারফরমেন্সের পুরস্কার স্বরূপ আশরাফুল সুযোগ পেয়েছিলেন বিপিএলএ। তবে বিপিএলের অভিজ্ঞতা মোটেও সুখকর হয়নি টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ানের। বিপিএলের হতাশা আসন্ন প্রিমিয়ার লীগে কাটাতে চান মোহামেডানের এই ক্রিকেটার।
 গত আগস্টে সব নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মোহাম্মদ আশরাফুল স্বপ্ন দেখেছিলেন বিপিএলে পারফরমেন্স করে বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরবেন। আশরাফুল নিজেকে ফের চেনাতে বিপিএলকেই বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু এই টুর্নামেন্ট তার কাটলো হতাশায়। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ রান করার পরের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে করলেন ২২। তারপর ছিটাগং ভাইকিংসের একটি ম্যাচে সুযোগ পেলেও ফিরেছিলেন শূন্য রানে। আগামীকাল থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টির আগে নিজের হতাশা আর লুকাতে পারলেন না আশরাফুল, ‘বিপিএলটা ভালো হয়নি। সুযোগ আমি একটু কম পেয়েছি। দ্বিতীয় ম্যাচে ২২ করার পর আসলে বাদ পড়ে হতাশই হয়েছি। তার আগে বিসিএলটা (বাংলাদেশ ক্রিকেট লীগ) ভালো হয়েছিল। বিপিএলে যদি ধারাবাহিক সুযোগ পেতাম তাহলে আরো ভালো খেলার সম্ভাবনা থাকতো। ঢাকা প্রিমিয়ার লীগে গত বছর ভালো খেলেছিলাম, কিন্তু দল ভালো ফল পায়নি। তবে ব্যক্তিগত পারফরমেন্স ভালো হয়েছিল। সেটাই এবার করতে চাই। শুরু থেকে ভালো করতে চাই।’ আশরাফুল এবার প্রিমিয়ার লীগে খেলছেন ঐতিহ্যবাহী মোহামেডানে। লীগ শুরুর আগে বিসিবি যে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে, এটির প্রশংসা করলেন তিনি। প্রিমিয়ার লীগের দল সাজাতে লীগটা কাজে দেবে বলেই বিশ্বাস আশরাফুলের, ‘এক দিনের ক্রিকেটের আগে দলের সমন্বয় তৈরি করবে, এটা খুব ভালো হয়েছে। দুইটা ম্যাচ খেলার সুযোগ পাব প্রথম রাউন্ডে। তারপর সেমিফাইনাল-ফাইনাল আছে। আমাদের দলটা খুব ভালো হয়েছে। সবার স্বপ্ন থাকে আবাহনী-মোহামেডানে খেলার। আমি আগেও দুইবার খেলেছি এই ক্লাবের হয়ে। সবশেষ যেবার খেলেছিলাম আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ঢাকা প্রিমিয়ার লীগে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status