অনলাইন

শিশু আলিফকে বাঁচাতে সাহায্যের আবেদন

ঝিনাইদহ প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৩:৫৯ পূর্বাহ্ন

মায়ের কোলে অবুঝ শিশু আলিফ ফ্যাল ফ্যাল করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই বয়সে অন্য শিশুরা কত প্রাণবন্ত আর চঞ্চলতায় মেতে ওঠে। অথচ আলিফ আজ খেলতে পারে না। হার্টে ছিদ্র থাকায় জন্মের পর থেকেই সে অসুস্থ। আলিফ জন্ম নেয়ার পর থেকেই পাষন্ড পিতা সাইদুর রহমান তাদের রেখে চলে গেছে সাতক্ষীরা শহরে। সেখানে আরেক স্ত্রী নিয়ে সুখ সাচ্ছন্দ্যে বসবাস করছে সাইদুর। হতদরিদ্র মা রিফাত শাহরিয়া রুলির কোলই এখন শিশু আলিফের একমাত্র ভরসা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে আলিফের চোখে মুখে শুধুই বাঁচার আকুতি।

আলিফের মা রুলি ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ায় তার বাবার ভাড়া বাড়িতে কোন রকম একটি রুমেই বসবাস করেন। হতাশা যেন তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। আলিফের মামা ইকবাল হোসেন জানান, জন্মের ৩ দিন পর ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক আনোয়ারুল ইসলাম আলিফের হার্টে ছিদ্র আছে বলে আমাদের  জানান। তারপর থেকে তারা তাদের  সাধ্যমত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যান। ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটের চিকিৎসক এএম জিয়াউল হক মাসুমের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। গত প্রায় ২ বছর ধরে প্রচ- অভাব  অনটনের মধ্যেও  চিকিৎসা করে আসছে, এখন দ্রুত অপারেশন প্রয়োজন।

কিন্তু টাকার অভাবে হার্টের অপারেশন করা সম্ভব হচ্ছে না। মা রিফাত শাহরিয়া রুলি জানান, ডাক্তার সাহেব বলেছেন আপাতত দুই লাখ টাকা অবশ্যই লাগবে। কিন্তু কোথায় পাব আমি এই ২ লক্ষ টাকা, কে দিবে আমাকে? এই ২ লক্ষ টাকা যোগাড় হলেই হয়তো শিশু আলিফের বিপন্ন জীবন রক্ষা করা সম্ভব হতো। তাই সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আলিফের অসহায় মা তার এই অবুঝ সন্তানকে বাঁচানোর জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি। যদি কোন হৃদয়বান ব্যক্তি আর্থিক সহায়তা পাঠাতে ও যোগাযোগ করতে চান তাহলে শিশুটির মা রুলিয়া ০১৭২৫-৯৪৪০৯৬ অথবা মামা ইকবাল ০১৯৬৫১০৫৫৭৫ (বিকাশ) ফোন করতে পারেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status