বিশ্বজমিন

চীনের সঙ্গে ১০০০ কোটি ডলারের চুক্তি সৌদি ক্রাউন প্রিন্সের

মানবজমিন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ১:৫৭ পূর্বাহ্ন

চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার সাক্ষাত করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সময়ে ১০০০ কোটি ডলারের তেল সংক্রান্ত চুক্তি করেছেন তারা। এর আগে পাকিস্তান ও ভারত সফর শেষে বৃহস্পতিবার তিনি বেইজিং পৌঁছেন। বার্তা সংস্থা পিটিআই লিখেছে, সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকান্ড নিয়ে যে সমালোচনার মুখে পড়েছিলেন ক্রাউন প্রিন্স, এ সফরের মধ্য দিয়ে তিনি বিশ্বকে দেখাতে চাইছেন তার দেশের মিত্ররা এখনও আছে। এ জন্যই শুক্রবার তিনি প্রেসিডেন্ট সি জিনপিং ছাড়াও সাক্ষাত করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেংয়ের সঙ্গে। এরাবিয়া ফাউন্ডেশন নামের একটি সৌদি আরবপন্থি থিংক ট্যাংকের সিনিয়র বিশ্লেষক নাজাহ আল ওতাইবির কাছে জানতে চাওয়া হয়েছিল, সৌদি আরব পূর্বমূখী হয়েছে ক্রাউন প্রিন্সের সফর কি সে কথাই বলে দেয়? জবাবে তিনি বলেন হ্যাঁ। এশিয়ায় শক্তিশালী মিত্র চাইছে রিয়াদ। বিশেষ করে এখন খাসোগি হত্যাকান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে এবং অন্যান্য ইস্যুতে ইউরোপিয় ইউনিয়নও রিয়াদের ওপর চাপ সৃষ্টি করেছে। ক্রাউন প্রিন্সের কড়া সমালোচক ছিলেন সাংবাদিক খাসোগি। তাকে অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে হত্যা করা হয়। এ হত্যায় আঙ্গুল ওঠে সৌদি আরবের দিকে। বিশেষ করে, এতে ক্রাউন প্রিন্স নিজে জড়িত বলে অভিযোগ ওঠে। কিন্তু তাৎক্ষণিকভাবে এ অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ। সঙ্গে সঙ্গে পরস্পরবিরোধী বক্তব্য আসতে থাকে সৌদি আরবের পক্ষ থেকে। তবে শেষ পর্যন্ত বলা হয়, ওই অপারেশন যারা চালিয়েছিল তাদেরকে অনুমতি দেয়া হয় নি কর্তৃপক্ষের তরফ থেকে। এতে ক্রাউন প্রিন্স জড়িত নন। এ হত্যাকা-কে কেন্দ্র করে বিশ্বজুড়ে ক্ষোভ দেখা দেয়। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রকে ক্রাউন প্রিন্স থেকে দূরত্ব বজায় রাখার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে যুক্তরাষ্ট্র। ওদিকে সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার পথ বেছে নিয়েছে চীন। তারা উচ্চাকাঙ্খি বেল্ট অ্যান্ড রোড ট্রেড ইনফ্রাস্ট্রাকচার ইনশিয়েটিভ নিয়ে এগুচ্ছে। আর রিয়াদ এগুচ্ছে ‘সৌদি ভিশন ২০৩০’ নিয়ে। ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাতে ভাইস প্রেসিডেন্ট হ্যান বলেছেন, তিনি আশা করেন দুই দেশ বিদ্যুত, অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও হাইটেক প্রযুক্তিতে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status