খেলা

এবার ভারতকে আইওসি’র হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ১০:০০ পূর্বাহ্ন

কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার জেরে পাকিস্তান-বয়কট নীতিতে উল্টো চাপে পড়লো ভারত। নিজ দেশে শুটিং প্রতিযোগিতায় পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা না দেয়ায় ভারতের ওপর খেপেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ভবিষ্যতে এ অবস্থার বদল না হলে ভারতে কোনো ‘অলিম্পিক ইভেন্ট’ হবে না বলে হুঁশিয়ার করা হয়েছে। খেলাধুলায় রাজনীতি টেনে আনায় ভারতের বিপক্ষে অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকেও ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে আইওসি। পাকিস্তানি শুটারদের ভিসা না দেয়ার ঘটনা অলিম্পিক চার্টারের সুস্পষ্ট লঙ্ঘন। এতে বলা আছে, রাজনীতির কারণে কেউ নির্দিষ্ট কোনো দেশের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ আটকাতে পারে না। এমনকি কোনো টুর্নামেন্টে রাজনৈতিকভাবে বৈরী কোনো দেশ থাকলেও তাদের বিপক্ষে খেলা বয়কট করা যাবে না। পাকিস্তানি শুটারদের ভিসা দেয়ার অনুরোধ জানিয়েও ইতিবাচক সাড়া না পেয়ে ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত রেখেছে আইওসি। ভারত যেসব প্রতিযোগিতা আয়োজনের আবেদন করে রেখেছিল, সেগুলোও এখন অনিশ্চয়তার মুখে। ২০২৬ যুব অলিম্পিক, ২০৩০ এশিয়ান গেমস আয়োজনের স্বপ্ন দেখছে ভারত। পাশাপাশি ২০৩২ সালের অলিম্পিকের ব্যাপারেও আগ্রহী তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status