বাংলারজমিন

সিংগাইরে আওয়ামী লীগের ৪ প্রার্থী মাঠে

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সিংগাইরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪ নারী প্রার্থী এখন নির্বাচনী মাঠে। দলীয়ভাবে এ পদটি উন্মুক্ত থাকায় প্রার্থীরা নিজেদের যোগ্যতা দিয়ে ভোটার ও জনসাধারণের কাছে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য নন্দিত কণ্ঠশিল্পী মমতাজ বেগমের অনুসারী জানান দিয়ে প্রত্যন্ত পল্লী চষেও বেড়াচ্ছেন। এরা প্রত্যেকেই রয়েছেন দলের বিভিন্ন দায়িত্বশীল পদে। তবে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয়ভাবে এ পদটি উন্মুক্ত থাকলেও স্থানীয় সংসদ সদস্যের সিগন্যালের ওপর নির্ভর করবেন তারা। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসা. আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সালমা নজরুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মোসা. শারমিন আক্তার ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদরিন সুমী। প্রার্থীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান মোসা. আনোয়ারা খাতুন একাধারে দুইবার নির্বাচিত হওয়ায় তার রয়েছে আলাদা ব্যক্তি ইমেজ। এলাকার সর্বমহলের কাছে তিনি অত্যন্ত পরিচিত মুখ। স্বামী আবুল হোসেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হওয়ায় বিগত নির্বাচন দুটিতে ভোটের পাল্লা ভারি হয় তার দিকেই। এবারও দলীয় পোস্ট, নিজের ব্যক্তি ইমেজ ও স্বামীর যশ কাজে লাগিয়ে এ পদটিতে পুনর্বহাল হতে চান আনোয়ারা খাতুন। আরেক প্রার্থী সালমা নজরুল উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হওয়ায় দলের মধ্যে রয়েছে গ্রহণযোগ্যতা। দলীয় এ গ্রহণযোগ্যতা কাজে লাগাতে চান তিনি। অপর প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অল্প দিনেই ভোটারদের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন। চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। তিনি জানান, জনগণ আমাকে বিজয়ী করলে আমি তাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এদিকে ছাত্ররাজনীতি থেকে উঠে আসা সাদরীন সুমি প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন। তরুণ ভোটাররা তাকে কাছে টানছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status