খেলা

নাটকীয় জয় ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:৩৯ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ২০১০-১১ মৌসুমের পর একবারও শেষ ষোলোর বাধা অতিক্রম করতে পারেনি শালকা জিরো ফোর। তবে বুধবার আসরের শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে শক্তিধর ম্যানচেস্টার সিটির পিলে চমকে দিয়েছিল  জার্মান দলটি। তবে পিছিয়ে পড়েও শেষে ৩-২ গোলের জয় নিয়ে হাফ ছাড়ে সিটিজেনরা।  ঘরের মাঠ ভেলটিনস অ্যারিনায় এগিয়ে থেকেও শেষ ৫ মিনিটের ঝড়ে ম্যানসিটির কাছে হার দেখে শালকা। ম্যাচের ১৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় সফরকারী ম্যানসিটি। কিন্তু বিরতির আগে ম্যাচের মোড় ঘুরে যায় স্বাগতিক শালকার দিকে। ভিএআরে ৩৮তম মিনিটে পেনাল্টি পায় শালকা। গোল করে দলকে সমতায় ফেরান আলজেরিয়ান ফুটবলার নাবিল বেনতালেব। প্রথমার্ধের শেষ বাঁশির ঠিক আগমুহূর্তে আবারো ভিএআরে ধরা পরে অতিথিরা।
এবার পেনাল্টি থেকে বেনতালিবের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। উত্তেজনা ছড়ানো ম্যাচে রেফারিকে ফাউলের বাঁশি বাজাতে হয় মোট ২০ বার। ম্যাচে ৬৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড (লালকার্ড) দেখে মাঠ ছাড়েন ম্যানসিটির আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। তাতে দশজনের দলে পরিনত হয় সিটিজেনরা। ম্যাচের ৮৫ মিনিটে জার্মান ফুটবলার লেরয় সানের গোলে সমতায় ফেরে ম্যানসিটি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ইংলিশ ফুটবলার রাহিম স্টার্লিংয়ের গোলে নাটকীয় জয় তুলে নেয় অতিথিরা। ম্যাচ শেষে ম্যানচেস্টার  সিটির স্প্যানিয়ার্ড কোচ পেপ গার্দিওলা বলেন, এটা দারুণ ফল। আমরা তাদের দুটা পেনাল্টি উপহার দিয়েছি, লাল কার্ড দিয়েছি। এটা ভালো ছিল না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status